Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- LIC-তে সাধ্যের মধ্যে টাকা রেখে মিলবে লাভ। বেশির ভাগ মানুষের নির্দিষ্ট বেতনে মাস কাটে। বিশেষ টাকা সঞ্চয়ের সুযোগ প্রায় হয় না বললেই চলে। নিত্যজিনিস কিনতে চলে যায় মাইনের বড়ো অংশ। বছরের পর বছর একই হারে মাইনেতে কাজ , চাকরির বিকল্পের সব মিলিয়ে নাভিশ্বাস ওঠে মধ্যবিত্তের। কিন্তু তার মধ্যেই সামান্য হলেও সঞ্চয় করার পথ দেখাচ্ছে LIC। পাঁচটি মেগা প্ল্যান সামনে এনেছে তারা।
দেখুন এক নজরে —
১. টেক টার্ম প্ল্যান যা রিস্ক প্রিমিয়াম প্ল্যান নামে খ্যাত। অন্যান্য প্ল্যানের থেকে বেশ সস্তা। পরিবারের নিরাপত্তা, সহজ ক্লেমের সুবিধা , অনলাইনে রিনিউ করা ও প্রিমিয়ামের ওপর ছাড় পাওয়ার সুবিধা রয়েছে। এই প্ল্যানে বয়সের কোনও উর্দ্ধসীমা নেই।
২. সেভিংস ও সুরক্ষা দুই সুবিধা যোগ করে নতুন এক স্কিম। এখানে সেভিংসও আবার সুরক্ষাও থাকবে। এই পলিসির নাম নিউ জীবন আনন্দ পলিসি। এই পলিসিতে ২৭ হাজার টাকা বিনিয়োগ করে ১০ লাখ টাকা পেতে পারে বিনিয়োগকারী। বয়স অবশ্যই হতে হবে ১৮ থেকে ৫০-এর মধ্যে।
৩. জীবন উমঙ্গ পলিসিতে গ্রাহকের ১০০ বছর অবধি বিমা থাকবে। গ্রাহকের মৃত্যুর পর তাঁর পরিবার একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবে। প্ল্যানে ১৬৯ টাকা বিনিয়োগ করে ২ কোটি টাকা অবধি পাওয়া সম্ভব।
৪. ৮ বছর থেকে ৫৯ বছরের মানুষ এই পলিসি কিনতে পারবেন। সুরক্ষা ও সঞ্চয়ের লাভজনক উদাহরণ হল জীবন লাভ পলিসি।
এলআইসির পলিসি শেয়ার বাজারের ওপর নির্ভরশীল নয়। ফলে কোন চিন্তার কারণ নেই।
Highlights
1. LIC-তে সাধ্যের মধ্যে টাকা রেখে মিলবে লাভ
2. এলআইসির পলিসি শেয়ার বাজারের ওপর নির্ভরশীল নয়
#LIC #Business