Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- LIC-র এই স্কিমে টাকা রাখুন। LIC নিয়ে এসেছে গ্রাহকদের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পলিসি। সেই গুরুত্বপূর্ণ পলিসি হল জীবন শান্তি প্ল্যান। এই সকল পলিসির মাধ্যমে জীবনে একবার বিনিয়োগ করে অবসর জীবনে দীর্ঘকাল বার্ষিক পেনশনের সুবিধা পেতে পারেন। এক নজরে দেখে নিন ওই সকল পলিসিতে নানা রকমের সুবিধা পাবেন সাধারণ একজন গ্রাহক।
এই বিষয়ে গ্রাহক একদিকে পলিসি গ্রহণ করার পরেই তাঁর সুবিধা নিতে শুরু করতে পারেন। এছাড়াও টাকা রাখার নির্দিষ্ট সময়ের পর থেকে তাঁরা সুবিধা নিতে পারেন অর্থাৎ সেক্ষেত্রে ৫, ১০ কী ২০ বছর পর। গ্রাহক পলিসিটি নিজের নামে ছাড়াও যৌথভাবে পরিবারের অন্য সদস্যদের সঙ্গেওনিতে পারেন। এই সকল পলিসিতে রয়েছে নানা সুবিধা। মৃত্যুর পরও পরিবারের লোকেরাও সুবিধা পাবে।
এছাড়াও আরও কয়েকটি নানা বিষয় রয়েছে যা LIC–এর অফিশিয়াল ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন। তবে বিনিয়োগের আগে বিষয় খতিয়ে দেখুন। এই পলিসির ক্ষেত্রে একজন পলিসি গ্রাহককে একবারে ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করতেই হবে। তবে গ্রাহকের বিনিয়োগের ন্যুনতম টাকা দেড় লক্ষ হলেও এক্ষেত্রে সর্বোচ্চ বিনিয়োগের কোনও লিমিট এখানে নেই।
প্রসঙ্গত যদি একজন পলিসি গ্রাহক ১০,১৮,০০০ টাকা বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে তিনি এই মুহূর্ত থেকে বার্ষিক ৬৫৬০০ টাকা পেনশন পাবেন। ১ বছর পর থেকে পেনশন তুললে হলে সেটা বার্ষিক হবে ৬৯৩০০ টাকা। ৫ বছর পর থেকে হলে বার্ষিক ৯১৮০০ হাজার টাকা তাছাড়া যদি ১০ বছর পর থেকে বার্ষিক ১২৮৩০০ টাকা।
Highlights
1. LIC-র এই স্কিমে টাকা রাখুন
2. সারাজীবন পান অবসর ভাতা
#LIC #POLICY