Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- LIC-র নিয়ে এলো নয়া পলিসি ! চলতি বছরে করোনা সংক্রমণ ও টানা লকডাউনের জেরে আর্থিক সঙ্কটে পড়েছে অনেক খেটে খাওয়া মানুষ। অনেকের পকেটেই ধরেছে টাকার টান। তাই এই সংকটময় পরিস্থিতিতে সাধারণ গ্রাহকদের কথা ভেবে এক সুবিধা জনক স্কিম নিয়ে হাজির হলো LIC। আপনি যদি এই স্কিমে একবার টাকা বিনিয়গ করেন তাহলে আর আপনার ভাবতে হবেনা ভবিষ্যৎ নিয়ে। কঠিন অবস্থায় এটাই একটা ভালো পদ্ধক্ষেপ।
আগামীদিনে যাতে ভবিষ্যতে নানা ধরনের আর্থিক বিষয়ে সমস্যা হলে আর চিন্তা করতেন না হয় অর্থ নিয়ে। এই অবস্থায় ঠিক তাই জন্যই পেনশনভোগী ও সাধারনা মানুষদের সুবিধার্থে LIC-র জীবন অক্ষয় ৭ পলিসি নতুন বিনিয়োগ পলিসি স্কিম হাজির।
একনজর দিয়ে দেখুন এই স্কিমে ইনভেস্ট করলে কি কি সুবিধা পেতে পারেন —-
এই প্ল্যানে বিনিয়োগ করতে চাইলে গ্রাহকরা অনলাইন অথবা অফলাইন যেভাবে ইচ্ছা করতে পারবেন। টাকা রাখার কোনো সর্বোচ্চ কোনও সীমা নেই তবে এই প্ল্যান ন্যূনতম ১ লক্ষ টাকা বিনিয়োগ আপনাকে করতেই হবে। আপনি একবার বিনিয়োগ করলেই ১৪ হাজার টাকা পেনশন পাবেন প্রতি মাসে। বিনিয়োগ ১ বার যথেষ্ট। কিন্তু জানিয়ে দিচ্ছি এই স্কিমে ৩০ থেকে ৮৫ বছরের গ্রাহকরাই বিনিয়োগ করতে পারবেন।
আরো পড়ুন :- চুল পড়া বন্ধ করার ঘরোয়া উপায় ! বিস্তারিত পড়ুন
বাকি বিষয় পুরোপুরি জানতে LIC-র ওয়েবসাইটে যান বা আপনার নিকটবর্তী LIC এজেন্ট এর সাথে যোগাযোগ করুন। অনলাইনে জানতে https://www.licindia.in/ ক্লিক করুন।
Highlights
1. LIC-র নিয়ে এলো নয়া পলিসি !
2. অনলাইনে জানতে https://www.licindia.in/ ক্লিক করুন
#LIC #জীবন অক্ষয়