Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- Youtube থেকে টাকা রোজগার করবেন কিভাবে। অনেকে ইউটিউবে নানা রকম অ্যাকাউন্ট খোলেন কিন্তু জানেন না রোজকারের সঠিক পদ্ধতি। কিভাবে Youtube থেকে টাকা উপার্জন করতে হয় এই বিষয়টি অনেকের কাছেই অজানা। তাহলে জেনে নেওয়া যাক Youtube থেকে আপনারা কিভাবে আ্যকাউন্ট খুলে, সেখান থেকে টাকা উপার্জন করতে পারবেন।
Youtube-এ আ্যকাউন্ট খুলে আ্যকাউন্টে গিয়ে কাস্টমাইজ করতে হবে। তারপরে নিজের পছন্দ মতো চ্যানেলের নাম প্রোফাইল ফটো এবং ডেসক্রিপশন লিখতে হবে। আপনি কি বিষয় সম্বন্ধীয় ভিডিও আপলোড করতে চলেছেন আপনার Youtube চ্যানেল থেকে। সে ক্ষেত্রে মনে রাখতে হবে এমন কোনো ভিডিও আপলোড করতে পারবেন যেগুলি কোন দিক থেকে কোনো ধর্মীয় রাজনৈতিক বা কোনো হিংসাত্মক বিষয় পোস্ট করবেন না।
আপনি সপ্তাহে কমপক্ষে একটি করে ভালো আকর্ষক ভিডিও আপলোড করতেই হবে আপনার চ্যানেল থেকে। এছাড়াও আপনার Youtube চ্যানেলে কি ওয়ার্ড ঠিক করতে হবে, যাতে আপনার চ্যানেলটি খুব সহজেই সবাই খুঁজে পেতে পারে। সবথেকে ভালো হয় আপনার চ্যানেলের ভিডিও কনটেন্ট যেন সবসময় অভিনব বিষয়ের উপরে থাকে এবং অন্য কোনো কারোর ভিডিও কপি করা যাবেনা।
আরো পড়ুন :- খুব স্বল্প পুঁজির ছোটোখাটো ব্যাবসায়িক টিপস ! বিস্তারিত পড়ুন
Youtube থেকে আপনার চ্যানেলের সাবস্ক্রাইব ১০০০ জনের হয় এবং ভিডিও ৪০০০ ঘন্টার বেশি হয় তাহলে গুগল থেকে আ্যাড দেওয়া হবে নাহলে নয়। আপনি নিজে থেকে স্পন্সর খোঁজে বিজ্ঞাপন দিতে পারেন, সেই বিষয়টি আপনার উপর নির্ভর করছে।
Highlights
1. Youtube থেকে টাকা রোজগার করবেন কিভাবে
2. Youtube চ্যানেলে কি ওয়ার্ড ঠিক করতে হবে
#Youtube #Business