উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha)-কে হাতে পেল না ইডি (ED)। বুধবার চন্দ্রনাথের আগাম জামিন খারিজ করতে চেয়ে ইডির আবেদন খারিজ করে দিল আদালত। ফলে আপাতত জামিন বহাল থাকছে চন্দ্রনাথের। তবে আদালতের নির্দেশে আরও দু’দিন চন্দ্রনাথকে জেরা করতে পারবে ইডি। তবে তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। বিকেল ৫টার আগে তাঁকে ছেড়ে দিতে হবে। তদন্তকারী সংস্থার সঙ্গে চন্দ্রনাথকে সহযোগিতা করতে ইডিকে নির্দেশ দিয়েছে আদালত।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত চন্দ্রনাথ সিনহা। পার্থ চট্টোপাধ্যায়ের পর তিনিই রাজ্যের একমাত্র মন্ত্রী যার নামে চার্জশিট দিয়েছে ইডি। তাঁকে হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল ইডি। গত ৬ সেপ্টেম্বর চন্দ্রনাথ বিচারভবনে ইডির বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন। ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে আদালত। সেই জামিনের রায়ই বহাল থাকল। তবে ২ দিন জিজ্ঞাসাবাদের পর যদি মনে হয় তাহলে ফের মন্ত্রীকে সমন দিয়ে ডাকতে পারবে ইডি।
এর আগে ইডি চন্দ্রনাথের বাড়িতে তল্লাশি চালিয়েছিল। সেখান থেকে নগদ ৪১ লক্ষ টাকা উদ্ধার হয়। তখন থেকেই মনে করা হচ্ছিল ইডি তাঁকে হেপাজতে নিয়ে জেরা করতে পারে। কিন্তু আপাতত সেই সম্ভাবনায় জল ঢেলে দিল আদালত।