Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাজ্যের যে সকল চাকরী প্রার্থীরা ডিফেন্সে নিজের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য রইল একটি বিশাল চাকরির সুযোগ। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF) এর পক্ষ থেকে কন্সটেবল পদে নিয়োগ করার জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত ছেলে মেয়েদের আবেদন করার জন্য অনুরোধ করছে। কিভাবে আবেদন করবেন, কী কী যোগ্যতা প্রয়োজন, বয়স সীমা, মাসিক বেতন, নির্বাচন প্রক্রিয়া এই নিয়ে বিস্তারিত জানতে নিচে দেওয়া প্রতিবেদনটি পড়ুন।
CISF Constable Tradesmen Recruitment 2025: বিবরণ
পদের নাম | পদের সংখ্যা | মাসিক বেতন |
---|---|---|
কনস্টেবল/কুক | ৪৯৩ | ২১,৭০০/- টাকা থেকে সর্বোচ্চ ৬৯,১০০/- টাকা |
কনস্টেবল/মুচি | ৯ | ২১,৭০০/- টাকা থেকে সর্বোচ্চ ৬৯,১০০/- টাকা |
কনস্টেবল/দর্জি | ২৩ | ২১,৭০০/- টাকা থেকে সর্বোচ্চ ৬৯,১০০/- টাকা |
কনস্টেবল/নাপিত | ১৯৯ | ২১,৭০০/- টাকা থেকে সর্বোচ্চ ৬৯,১০০/- টাকা |
কনস্টেবল/ধোপা | ২৬২ | ২১,৭০০/- টাকা থেকে সর্বোচ্চ ৬৯,১০০/- টাকা |
কনস্টেবল/সুইপার | ১৫২ | ২১,৭০০/- টাকা থেকে সর্বোচ্চ ৬৯,১০০/- টাকা |
কনস্টেবল/চিত্রশিল্পী | ২ | ২১,৭০০/- টাকা থেকে সর্বোচ্চ ৬৯,১০০/- টাকা |
কনস্টেবল/কার্পেন্টার | ৭ | ২১,৭০০/- টাকা থেকে সর্বোচ্চ ৬৯,১০০/- টাকা |
কনস্টেবল/ইলেকট্রিশিয়ান | ৪ | ২১,৭০০/- টাকা থেকে সর্বোচ্চ ৬৯,১০০/- টাকা |
কনস্টেবল/মালি | ৪ | ২১,৭০০/- টাকা থেকে সর্বোচ্চ ৬৯,১০০/- টাকা |
কনস্টেবল/ওয়েল্ডার | ১ | ২১,৭০০/- টাকা থেকে সর্বোচ্চ ৬৯,১০০/- টাকা |
কনস্টেবল/চার্জ মেকানিক | ১ | ২১,৭০০/- টাকা থেকে সর্বোচ্চ ৬৯,১০০/- টাকা |
কনস্টেবল/এমপি অ্যাটেনডেন্ট | ২ | ২১,৭০০/- টাকা থেকে সর্বোচ্চ ৬৯,১০০/- টাকা |
কী কী যোগ্যতা প্রয়োজন
শিক্ষাগত যোগ্যতা: যে সকল প্রার্থীরা এই উপরে দেওয়া পদ গুলিতে আবেদন করতে চান, তাদের অবশ্যই যে কোনো একটি স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে এবং সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই ডিগ্রি অর্জন করতে হবে।
বয়স সীমা: আবেদনকারী প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে। এছাড়াও সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়স ছাড় রয়েছে।
কিভাবে আবেদন করবেন
সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF) নিয়োগ ২০২৫ এর উল্লেখিত পদ গুলিতে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের আবেদন পত্র নথিভুক্ত করতে হবে অনলাইনের মাধ্যমে। তারজন্য প্রার্থীদের নিচে দেওয়া কয়েকটি পদ্ধতি ফলো করতে হবে।
প্রথমে CISF এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। তারপর নিয়োগ বিভাগে গিয়ে অনলাইন আবেদন লিংকটি প্রেস করুন। এরপর নিজের সমস্ত তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করুন এবং সঙ্গে দরকারি নথিপত্র গুলি স্ক্যান করে আপলোড করুন। তারপর নিজের ক্যাটাগরি অনুযায়ী আবেদন ফি জমা করুন। এরপর সর্বশেষে সাবমিট অপশনে ক্লিক করে জমা করুন।
আবেদন মূল্য:
- সাধারণ/OBC/EWS – প্রার্থীদের জন্য ১০০/- টাকা বাকি সমস্ত ক্যাটাগরি প্রার্থীদের জন্য কোনো ফি নেই।
গুরুত্ত্বপূর্ণ তারিখ: অনলাইন আবেদন প্রক্রিয়া – ০৫/০৩/২০২৫ তারিখে। অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ – ০৩/০৪/৩০২৫
নির্বাচন প্রক্রিয়া
সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF) এর নির্বাচন প্রক্রিয়া করা হবে নিচে দেওয়া কয়েকটি পদ্ধতির মাধ্যমে।
আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।
- লিখিত পরীক্ষা।
- মেডিক্যাল পরীক্ষা।
- শারীরিক দক্ষতা পরীক্ষা।
- শারিরীক মান পরিক্ষা।
- ডকুমেন্টে যাচাই।
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট | www.cisf.gov.in |
আবেদন লিংক | Apply online |
আরও পড়ুন:- WEBCSC দপ্তরে চাকরির বিশাল সুযোগ! মাসিক বেতন ৭১,৫৭৫/ – টাকা, বিস্তারিত দেখে নিন
আরও পড়ুন:- SBI-এর মিউচুয়াল ফান্ড SIP, মাত্র 250 টাকা দিয়ে বিনিয়োগের সুযোগ, জেনে নিন বিস্তারিত