Class IX Registration: পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য জরুরি খবর! নবম শ্রেণীর রেজিস্ট্রেশন ডেটা যাচাই ও সংশোধনের নির্দেশিকা জারি করল WBBSE

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Class IX Registration: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তি নম্বর DS(C)/128/25 অনুযায়ী, বর্তমানে নবম শ্রেণীতে পাঠরত (২০২৫ শিক্ষাবর্ষ) ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন ডেটা অনলাইনে যাচাই, সম্পাদনা এবং সংশোধন করার প্রক্রিয়া শুরু হতে চলেছে। এই প্রক্রিয়াটি ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি, কারণ এর উপর ভিত্তি করেই তাদের মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন চূড়ান্ত হবে।

সমস্ত স্বীকৃত মাধ্যমিক স্কুলগুলিকে জানানো হয়েছে যে, এই অনলাইন প্রক্রিয়াটি আগামী ৬ই নভেম্বর, ২০২৫, সকাল ১১টা থেকে শুরু হবে এবং চলবে ১৫ই নভেম্বর, ২০২৫, সন্ধ্যা ৬টা পর্যন্ত। স্কুল কর্তৃপক্ষকে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে এই কাজটি সম্পন্ন করতে হবে। এই সময়সীমার মধ্যে সমস্ত স্কুলের প্রধানদের তাদের ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে নিতে অনুরোধ করা হয়েছে।

রেজিস্ট্রেশন ডেটা যাচাই ও সংশোধনের প্রক্রিয়া

পর্ষদের নির্দেশিকা অনুসারে, স্কুলগুলিকে www.wbbsedata.com ওয়েবসাইটে লগইন করে তাদের নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন ডেটা যাচাই করতে হবে। যদি কোনো তথ্যে ভুল বা অসঙ্গতি থাকে, তবে তা নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সংশোধন করা বাধ্যতামূলক।

যে সকল বিষয়গুলি মনোযোগ সহকারে যাচাই করতে হবে:

  • ছাত্র বা ছাত্রীর নাম
  • জন্ম তারিখ
  • বাবা ও মায়ের নাম
  • ছবি (Photograph)
  • স্বাক্ষর (Signature)
  • অন্যান্য প্রাসঙ্গিক তথ্য

স্কুলগুলিকে সতর্ক করা হয়েছে যে, একবার নির্দিষ্ট সময়সীমা (১৫ই নভেম্বর, ২০২৫, সন্ধ্যা ৬টা) শেষ হয়ে গেলে, আর কোনোভাবেই ডেটা সম্পাদনা বা সংশোধন করার সুযোগ দেওয়া হবে না। তাই সমস্ত কাজ অত্যন্ত সতর্কতার সাথে করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ ও তথ্য

বিবরণ তারিখ ও সময় ওয়েবসাইট
প্রক্রিয়া শুরু ৬ই নভেম্বর, ২০২৫, সকাল ১১টা www.wbbsedata.com
প্রক্রিয়া শেষ ১৫ই নভেম্বর, ২০২৫, সন্ধ্যা ৬টা www.wbbsedata.com
যোগাযোগ (ইমেল) প্রযোজ্য নিয়ম অনুযায়ী [email protected]

কেন এই প্রক্রিয়াটি এত গুরুত্বপূর্ণ?

পর্ষদ স্পষ্টভাবে জানিয়েছে যে, এই যাচাই প্রক্রিয়াটি সমস্ত স্বীকৃত স্কুলের জন্য বাধ্যতামূলক। অসম্পূর্ণ বা ভুল তথ্য জমা দিলে ছাত্রছাত্রীদের রেকর্ডে জটিলতা দেখা দিতে পারে, যা ভবিষ্যতে তাদের মাধ্যমিক পরীক্ষা, ২০২৭-এর জন্য নাম নথিভুক্ত করার ক্ষেত্রে যোগ্যতাকে প্রভাবিত করতে পারে। তাই, প্রতিটি স্কুলের উচিত তাদের ছাত্রছাত্রীদের ডেটা নির্ভুলভাবে যাচাই করে চূড়ান্ত করা এবং ভবিষ্যতের জন্য সেই চূড়ান্ত ডেটার একটি PDF ফাইল ডাউনলোড করে অফিসের রেকর্ডে সংরক্ষণ করা।

কোনো রকম সহায়তার প্রয়োজন হলে বা নিয়ম সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে, স্কুলগুলিকে শুধুমাত্র WBBSE-এর পরীক্ষা বিভাগের সাথে [email protected] ইমেল আইডিতে যোগাযোগ করতে বলা হয়েছে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন