উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এতদিন গাজার (Gaza) ভূখণ্ডে হামলা চালাচ্ছিল ইজরায়েলি সেনা (Israeli army)। কিন্তু এবার ইজরায়েলি সেনা স্থলপথে গাজা শহরের ভিতর প্রবেশ করতে শুরু করে দিয়েছে। রাস্তায় নেমে পড়েছে ইজরায়েলের ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি।
এমন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন বাধ্য হয়ে গাজা শহরের দু’টি হাসপাতাল (HOSPITAL) বন্ধ করে দিয়েছে। গাজার স্থানীয় প্রশাসনের স্বাস্থ্য মন্ত্রক রবিবার এক বিবৃতি জারি করে জানিয়েছে, কয়েকদিন আগে ইজরায়েলের বোমাবর্ষণের ফলে শহরের আল-রান্তিসি শিশু হাসপাতালের ক্ষতি হয়েছে। ওই হাসপাতাল থেকে কিছুটা দুরে একটি চক্ষু হাসপাতাল রয়েছে। সেখানেও ইজরায়েলি সেনা হামলা চালিয়েছে। হামলার ফলে দু’টি হাসপাতাল দুটি এমনভাবে ক্ষতি হয় যে, পরিষেবা বন্ধ করতে হয়েছে।
গত কয়েকদিন ধরে গাজায় হামাসের বিরুদ্ধে হামলার তীব্রতা আরও বাড়িয়েছে ইজরায়েল। এর ফলে পষ্টই বোঝা যাচ্ছে, হামাসের সঙ্গে ইজরায়েল সংঘর্ষ বিরতির প্রস্তাবে সম্মত হবে না। বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের দাবি, শর্ত না মানলে হামাসের সঙ্গে আলোচনার টেবিলে বসার কোনও মানেই হয় না।
সোমবার গাজ়ার বাসিন্দারা জানিয়েছেন, শহরের উত্তর প্রান্তে অনেকটা ভিতরে প্রবেশ করেছে ইজরায়েলি সেনা। সেখানে ওই হাসপাতাল দু’টি রয়েছে।