উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘আগুন নিয়ে খেলবেন না, বিজেপির মন্ত্রী বলছে এক কোটি নাম বাদ যাবে’। এসআইআর (SIR) ইস্যুতে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে কড়া বার্তা শোনান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘অফিসারদের ভয় দেখানো হচ্ছে। ২ মাসের মধ্যে মানুষ কী করে তথ্য দেবেন? এসআইআরের নাম করে কারও নাম বাদ দেওয়া চলবে না।’
মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘এখনও তো ভোট ঘোষণা হয়নি, তাহলে কীসের ভিত্তিতে এভাবে জেলায় জেলায় বৈঠক করছে কমিশন?’ তাঁর দাবি, ‘এসআইআরের নাম করে এনআরসি চালু করার চেষ্টা হচ্ছে!’ আগামী ২ নভেম্বর থেকে রাজ্যে (West Bengal) শুরু হতে পারে এসআইআর (Special Intensive Revision)। এদিন কোলাঘাটে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলার বিএলও ও ইআরও-এইআরও’দের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে এই ইঙ্গিত দিয়েছে কমিশন (Election Commission)। তারপরই এদিন নবান্নের সাংবাদিক বৈঠক থেকে কড়া বার্তা শোনান মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, বৈঠকের নামে বিএলওদের ডেকে হুমকি দিচ্ছে কমিশন। তাই রাজ্যকে বাদ দিয়ে কয়েকজন অফিসারকে নিয়ে বৈঠক করা হচ্ছে। এরপরই তাৎপর্যপূর্ণভাবে রাজ্যের নির্বাচনি আধিকারিকের (সিইও) বিরুদ্ধে বড় অভিযোগ এনেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রী বলেন, ‘বাঁশের চেয়ে কঞ্চি দড়! রাজ্যের সিইওর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, সময় হলে বলব, তিনি নিজে নানা দুর্নীতিতে অভিযুক্ত।’ অসম সরকার কীভাবে বাংলার নাগরিকদের নোটিশ পাঠাচ্ছে, সেই প্রশ্নও তোলেন মমতা। গোটা ঘটনায় সামগ্রিকভাবে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’কে ফের ‘মীরজাফর’ বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘নির্বাচন ছাড়া কেন্দ্রীয় সরকার কোনো কাজ করে না। রাজ্যকে টাকা দেয় না, অথচ নির্বাচনের সময় টাকা বেরোয়।’














