উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : নাগরাকাটার বামনডাঙ্গায় দুর্যোগে নিহতদের পরিবারের সাতজনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার আলিপুরদুয়ার জেলার হাসিমারায় বিপর্যস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। এদিন ত্রাণ বণ্টন সহ দুর্যোগ পরবর্তী পরিস্থিতি তদারকি করতে বামনাডাঙ্গায় পৌঁছান মুখ্যমন্ত্রী। পরিদর্শন করেন দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা। এরপর দুর্যোগে নিহতদের পরিবারের সাত সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। জলের তোড়ে অনেকের নথি ভেসে গিয়েছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘প্যান কার্ড, আধার কার্ড যেটাই হারিয়ে যাক না কেন, তা আবার বানিয়ে দেওয়া হবে। দুর্যোগে যাঁদের বাড়ি ভেঙেছে তাঁদের আমরা বাড়ি তৈরি করে দেব।’ বর্তমান পরিস্থিতি মোকাবিলায় পুলিশ, প্রশাসন, স্বাস্থ্য দপ্তর, সেচ দপ্তর কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। এদিন মমতা ফের তোপ দেগে বলেন, ‘ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই ওরা ক্ষতিপূরণ দিক।’