উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ আলোর উৎসব। মেতে উঠেছে গোটা দেশ। কালীপুজো (Kali Puja 2025)-দীপাবলি (Diwali) উপলক্ষ্যে সকলকে নিজের লেখা ও সুরে গানে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
সোমবার নিজের এক্স হ্যান্ডেলে একটি মিউজিক ভিডিও পোস্ট করেছেন তিনি। পাশাপাশি সকলকে কালীপুজো ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী নিজের লেখা ও সুর করা গানের একটি অংশ পোস্ট করেছেন। লিখেছেন, ‘দয়াময়ী মা, আমার করুণাময়ী মা, এসো মাগো আলোর দেবী।’
“দয়াময়ী মা,
আমার করুণাময়ী মা,
এসো মাগো আলোর দেবী,
আলো নিয়ে এসো মা।
অন্ধকারকে ঘুচিয়ে দিয়ে
শান্তি নিয়ে এসো মা।”সকলকে জানাই কালীপুজো ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া কালীপুজোর… pic.twitter.com/GBuNQZPjV2
— Mamata Banerjee (@MamataOfficial) October 20, 2025
পাশাপাশি এক্স হ্যান্ডেলে আরও একটি পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘সবাইকে দীপাবলির অনেক শুভেচ্ছা! প্রদীপের আলো এবং এই উৎসব সকলের জন্য সুখ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনুক।’
Wishing everyone a very Happy Diwali!
May the light of diyas and the spirit of this festival bring happiness, peace, and prosperity to all, and inspire unity and harmony in our communities.
आप सभी को दीपावली की हार्दिक शुभकामनाएँ
दीयों का पावन प्रकाश आपके जीवन को उमंग और…
— Mamata Banerjee (@MamataOfficial) October 20, 2025














