CM Mamata Banerjee | ‘ঈশ্বরের কাছে প্রার্থনা করি, দুর্যোগ থেকে যেন মুক্তি মেলে,’একডালিয়া পুজো মণ্ডপ থেকে বললেন মুখ্যমন্ত্রী

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের স্বমহিমায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)! দ্বিতীয়ার দুপুরে কলকাতার একাধিক পুজো মণ্ডপের (Durga Puja 2025) উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত একটানা বৃষ্টিতে কার্যত গোটা কলকাতা ছিল জলমগ্ন। সেই পরিস্থিতির কথা বিবেচনা করে গতকাল পুজো উদ্বোধন বন্ধ রেখেছিলেন তিনি। আজ সামগ্রিকভাবে সবটা ঠিক হতেই ফের পুজো উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন একডালিয়ার পুজো মণ্ডপ উদ্বোধন করার পর মুখ্যমন্ত্রী বলেন, ‘ইশ্বরের কাছে প্রার্থনা করি, যাতে দুর্যোগ থেকে মুক্তি মেলে। কলকাতাটা বাংলার ঠিক নৌকার মতো। বিহার-উত্তরপ্রদেশের গঙ্গার জল চলে আসছে আমাদের রাজ্যে। কিন্তু ২০ বছর ধরে কোনও ড্রেজিং হয় না। ড্রেজিং আমাদের হাতে নেই। এটা কেন্দ্রীয় সরকারের হাতে। পাঞ্চেতের জল ঢোকে। আমি যখন নবান্নে যাই, গঙ্গা দেখতে দেখতে যাই, কতটা জল রয়েছে। ক’দিন আগে দেখেছিলাম, গঙ্গা টইটুম্বুর, আমি ভাবি, এত জল ছাড়ছে?’

এরপর তাঁর আরও সংযোজন, ‘সাত ঘণ্টার মধ্যে আমরা জল ক্লিয়ার করতে পেরেছি। এটাই অনেকটা। এটা মানুষের জন্যই সম্ভব হয়েছে। কাল রাত ২টো পর্যন্ত খবর নিয়েছি। আবার জল ঢুকছে কিনা দেখার জন্য। কলকাতার মেজর এলাকায় জল নামিয়ে দিয়েছি। তবে আজ সকালেও শহরের একাধিক জায়গায় এখনও জল জমে রয়েছে।’

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন