CM Mamata Banerjee | কার্নিভাল আগে থেকেই নির্ধারিত ছিল, সেদিন আমি এলে প্রশাসন আমায় নিয়ে ব্যস্ত হয়ে যেত: মমতা

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশ-বিদেশের অনেক অতিথি ছিলেন। সেদিন আমরা এলে উদ্ধারকাজ ব্যাহত হত। উত্তরে দুর্যোগের (North Bengal Disaster) মধ্যে কলকাতায় কার্নিভাল (Kolkata Carnival) করা নিয়ে প্রশ্নে এমনটা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

মঙ্গলবার উত্তরকন্যা থেকে মুখ্যমন্ত্রী বলেন, কেন কার্নিভাল হল, সেই নিয়ে রাজনীতি হচ্ছে। আমি এলে প্রশাসন আমায় নিয়ে ব্যস্ত হয়ে যেত। ৪০টা গাড়ির কনভয় নিয়ে এলে পাহাড়ে প্রেশার পড়ে না? ঘটনা ঘটার ৩৬ ঘণ্টার মধ্যে চলে এসেছি। বাংলার গর্ব দুর্গাপুজো, কার্নিভাল আগে থেকেই নির্ধারিত ছিল।

মমতা বলেন, ‘৪ তারিখ ভোর ৫টায় ডিজি এবং মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসেছিলাম। স্থানীয় স্বাস্থ্য ও জেলা আধিকারিকরা পরিস্থিতি খতিয়ে দেখছিলেন। একটা দুর্যোগ ঘটে গেলে কাজ শুরুর জন্য অন্তত ৪৮ ঘণ্টা সময় দিতে হয়।’ ‘বিপর্যয় নিয়ে রাজনীতি কেন?’ সে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘মানুষ মারা যাচ্ছেন প্রাকৃতিক বিপর্যয়ে, অথচ বলা হচ্ছে সেতু ভেঙে মৃত্যু হয়েছে। অন্য রাজ্যেও তো সেতু ভাঙছে। আমরা তো তা নিয়ে রাজনীতি করি না।’ প্রশানের প্রশংসা করে তিনি বলেন, ‘দুর্যোগের রাতেই সতর্ক করে দিয়েছিল প্রশাসন। তাই আরও বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।’ বুধবার দুপুরে কলকাতার উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘প্রাথমিক পর্যায়ে যা যা করার করে গেলাম, প্রশাসনিক কর্তারা বাকি কাজ করবেনই। কাল এখান থেকে বেরিয়ে গেলেও দু-তিনদিনের মধ্যে আবার ফিরে আসব। ততদিনে ফিল্ড সার্ভে করে ক্ষয়ক্ষতির প্রকৃত খতিয়ান জানার সময়ও পাওয়া যাবে।’

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন