উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তুষাররঝড়ে শহিদ হয়েছেন বাংলার দুই জওয়ান পলাশ এবং সুজয়। একজনের বাড়ি মুর্শিদাবাদে, অন্যজনের বাড়ি বীরভূমে। এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করে দুই জওয়ানের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে এক্স হ্যান্ডেলে দীর্ঘ পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। লিখলেন, ‘শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজনদের আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এই শোকের সময়ে আমাদের সরকার দুই পরিবারকেই সম্ভাব্য সকল সহায়তা করবে।’
বাংলার দুই জওয়ানের অকাল মৃত্যুকে কেন্দ্র করে শনিবার মুখ্যমন্ত্রী লেখেন, ‘জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসবিরোধী অভিযানে প্রতিকূল আবহাওয়া ও তুষারধসে আমাদের বাংলার দুই সাহসী প্যারা-কমান্ডোর শহিদ হওয়ার ঘটনায় আমি শোকাহত। বীরভূমের ল্যান্স নায়েক সুজয় ঘোষ এবং মুর্শিদাবাদের ল্যান্স হাবিলদার পলাশ ঘোষকে দেশরক্ষায় তাঁদের অসীম বীরত্ব, নিষ্ঠা এবং আত্মত্যাগের জন্য আমার স্যালুট জানাই। তাঁদের শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজনদের আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এই শোকের সময়ে আমাদের সরকার দুই পরিবারকেই সম্ভাব্য সকল সহায়তা করবে।’
প্রসঙ্গত উল্লেখ্য, ৬ এবং ৭ অক্টোবর কোকেরাংয়ের আহলান গাডোল এলাকায় জঙ্গি দমন করতে গিয়েছিলেন পলাশ ঘোষ এবং সুজয় ঘোষ। তাঁরা ভারতীয় সেনার এলিট প্যারা স্পেশাল ফোর্সের সদস্য ছিলেন (West Bengal para commandos)। জঙ্গি দমন করতে গিয়ে কর্তব্যরত অবস্থায় তাঁরা দুজনেই চাপা পড়েন তুষারধসে। বৃহস্পতিবার সুজয় ঘোষের দেহ উদ্ধার হয়, আর শুক্রবার উদ্ধার হয় পলাশ ঘোষের নিথর দেহ ও তাঁর বন্দুক। আজই দুই বীরের দেহ নিজ নিজ গ্রামে ফিরবে বলে জানা গেছে।
জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসবিরোধী অভিযানের সময় চরম প্রতিকূল আবহাওয়া ও তুষারধসে আমাদের বাংলার দুই সাহসী প্যারা-কমান্ডোর শহিদ হওয়ার ঘটনায় আমি শোকাহত।
বীরভূমের ল্যান্স নায়েক সুজয় ঘোষ এবং মুর্শিদাবাদের ল্যান্স হাবিলদার পলাশ ঘোষকে দেশরক্ষায় তাঁদের অসীম বীরত্ব, নিষ্ঠা…
— Mamata Banerjee (@MamataOfficial) October 11, 2025