উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা (Kolkata)। জলমগ্ন শহরের একাধিক জায়গা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। এই ইস্যু নিয়ে সরব হয়েছে বিরোধীরা। প্রশাসনকে তোপ দেগে সরব হয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পালটা সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তাঁর কথায়, ‘যাঁরা দুর্যোগ নিয়ে রাজনীতি করেন, তাঁদের আমি ধিক্কার জানাই।’
কলকাতার দুর্যোগের পরিস্থিতি নিয়ে বিরোধীদের আক্রমণের পালটা মমতা বলেন, ‘দুর্যোগ নিয়ে যাঁরা উলটোপালটা মন্তব্য করছেন, তাঁদের বলব এটা করবেন না। উত্তরপ্রদেশ, বিহারে দুর্যোগ হয়েছে। যে রাজ্যের পাশ দিয়ে নদী বয়ে যায়, সেখানে বেশি প্রভাব পড়ে। ডিভিসি ড্রেজিং করে না। এটা কেন্দ্রের প্রকল্প। পাঞ্চেত, মাইথনে দক্ষিণবঙ্গ ভাসে। এটা রাজ্যের হাতে নেই। বিহার এবং উত্তরাখণ্ডের জল গঙ্গায় এসে পড়েছে। বাংলাটা নৌকার মতো। ফলে গঙ্গা ডুবু ডুবুই ছিল। তার উপরে গতকাল বৃষ্টি হয়েছে। ফলে জলস্তর বেড়েছিল।’ তিনি বলেন, ‘কলকাতায় আমরা জমাজল অনেকটাই কমিয়ে দিয়েছি। কিন্তু এবার আমাদের সামলাতে হচ্ছে বিহার, উত্তরপ্রদেশের জল।’ মমতা বলেন, ‘এমন করে বলা হচ্ছে, যেন আমরা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করি!’
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী বলেন, ‘সিইএসসি দায়িত্ব অস্বীকার করতে পারে না। সিইএসসি-কে বলেছি, রাস্তায় পড়ে থাকা তারগুলো সরাতে হবে।’ যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।