CM Mamata Banerjee | বিপর্যস্ত উত্তর, মৃত অন্তত ২৮, এখনও নিখোঁজ বহু, আজ আসছেন মুখ্যমন্ত্রী

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রকৃতির রোষে বিপর্যস্ত উত্তরবঙ্গ। প্রবল বর্ষণে জলোচ্ছ্বাস ও ধস নেমে মৃত্যু হয়েছে অন্তত ২৮ জনের। এখনও নিখোঁজ বহু। চলছে উদ্ধারকাজ। বিপর্যস্ত উত্তরে সোমবার আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

এদিন দুপুরের মধ্যে মুখ্যমন্ত্রীর শিলিগুড়ি (Siliguri) পৌঁছে যাওয়ার কথা রয়েছে। সেখান থেকেই দুর্গত এলাকায় পৌঁছোবেন তিনি। তাঁর সঙ্গে যাচ্ছেন মুখ‍্যসচিব মনোজ পন্থ। তবে মুখ্যমন্ত্রী কতদিন থাকবেন তা জানানো হয়নি।

টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের (North Bengal Disaster) বিস্তীর্ণ এলাকা। পুজো মিটতে না মিটতেই এই বিপর্যয়। কোথাও ধসে ঘরবাড়ি, সেতু ভেঙে পড়েছে। কোথাও ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মিরিক। ক্ষতিগ্রস্ত কালিম্পংও। পুজোর সময় পাহাড়ে ঘুরতে যাওয়া বহু পর্যটক আটকে পড়েছেন। তাঁদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। পুলিশের তরফে শিলিগুড়ি কন্ট্রোল রুমের হেল্পলাইন নম্বর জারি করে যেকোনও প্রয়োজনে যোগাযোগ করতে বলা হয়েছে। নম্বরগুলি হল 353-2662021 ও 0353 মোবাইল- 7872707733, 7001310127, 9147889607।

শুধু পার্বত্য এলাকাই নয়, বিপর্যস্ত ডুয়ার্সে বিস্তীর্ণ এলাকাও। তিস্তা, তোর্সা, মহানন্দা, জলঢাকা সহ উত্তরের বিভিন্ন নদীগুলি ফুঁসছে। জলমগ্ন হয়ে পড়েছে বহু এলাকা। সেখান থেকে এলাকাবাসীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আজও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন