উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার রাত থেকে টানা বৃষ্টির জেরে জলমগ্ন কলকাতা। রাস্তাঘাট থেকে অলিগলি- কোথাও হাঁটু সমান জল, কোথাও বা কোমর পর্যন্ত জলে বিপর্যস্ত তিলোত্তমা। প্রবল বিপর্যয় এবং তার সঙ্গে একাধিক মৃত্যুর ঘটনা, এই পরিস্থিতিতে পুজো উদ্বোধন (Durga Puja 2025 Inauguration) বাতিল করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
শনিবার অর্থাৎ মহালয়ার আগের দিন থেকে বিভিন্ন জায়গায় পুজো উদ্বোধন শুরু করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিনও তেমন কর্মসূচি ছিল। কিন্তু শহরের যা পরিস্থিতি, তার ওপর মৃত্যুর ঘটনায় এদিন সেই কর্মসূচি বাতিল করেছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, এদিন শীতলা মন্দির ভবানীপুর ৭০ পল্লি, একডালিয়া এভারগ্রিন, ফাল্গুনি সংঘ, সিংহী পার্ক, বালিগঞ্জ কালচারাল, ত্রিধারা সহ একাধিক পুজো উদ্বোধনের কথা ছিল তাঁর।
অন্যদিকে, কলকাতার এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, ‘প্রকৃতির সঙ্গে লড়াই করার ক্ষমতা পুরসভার নেই। এবারের বৃষ্টি সম্পূর্ণ অ্যাবনর্মাল-অস্বাভাবিক।’ নাগরিকদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে কলকাতার মেয়র বলেন, ‘আজ কেউ ঘর থেকে বেরোবেন না। অনেক জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর আসছে। জীবনের ঝুঁকি নিয়ে বাইরে বেরোনো উচিত নয়।’
এদিকে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এদিন থেকেই সব সরকারি স্কুলে পুজোর ছুটির (Puja Holidays in School) ঘোষণা করেছে নবান্ন। আইসিএসই (ICSE) এবং সিবিএসই (CBSE) বোর্ডের স্কুলগুলিকেও মঙ্গলবার থেকে অন্তত ২ দিন ছুটির কথা বলা হয়েছে। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়গুলিকেও আগামী ২ দিন অনলাইন ক্লাস করানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায়, ‘খোলা তার, জলমগ্ন রাস্তায় বিপদ আরও বাড়ছে।’ তাই পড়ুয়ারা যাতে কোনোরকমভাবে অসুবিধার মধ্যে না পড়ে সেই কারণেই তিনি পুজোর ছুটি ৪ দিন আগেই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।