উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পেশায় শিক্ষক, ব্যাগে পিস্তল। গন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি (CM Mamata Banerjee)! বন্দ্যোপাধ্যায় বাড়িতে পা রাখার আগেই ছন্দপতন। পুলিশের জালে শিক্ষক। শুক্রবার দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ার অদূরে হাজরা মোড়ে (Hazra more) ঘুরে বেড়াচ্ছিলেন এক প্রৌঢ়। গতিবিধি দেখে সন্দেহ হতেই তাঁকে আটক করে পুলিশ (Police)। তাঁর ব্যাগে একটি এয়ারগান ছিল। সেই ব্যাগ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ছক কষেছিলেন বছর ৫১ -এর ওই শিক্ষক। কিন্তু ভেস্তে গেল ছক।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম দেবাঞ্জন চট্টোপাধ্যায় (৫১)। বাড়ি সল্টলেকে। তিনি কলকাতার এক স্কুলে বর্তমানে শিক্ষকতা করেন। কালীঘাটের রাস্তায় তাঁকে ঘোরাফেরা করতে দেখেই সন্দেহ হয় পুলিশের। সঙ্গে সঙ্গে তাঁকে আটক করেন মুখ্যমন্ত্রীর পাড়ার এলাকার নিরাপাত্তার দায়িত্বে থাকা পুলিশ। নিয়ে যাওয়া হয় কালীঘাট থানায়। বেশ কয়েক ঘণ্টা আটকে রাখার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
কী কারণে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন এই শিক্ষক? শিক্ষকের কথায়, ‘চলতি বছর মার্চ মাসে আমার বাবা মারা যান। বাবা ছিলেন রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্মচারী। কিন্তু সরকারি স্বাস্থ্য প্রকল্পের টাকা এখনও হাতে পাইনি। বারবার ফিরে এসেছি নবান্ন (Nabanna) থেকে। তাই এ বিষয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম।’
এরই পাশাপাশি ব্যাগে বন্দুক রাখার প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমার কিছু আর্জি ছিল। এয়ারগান জমা দিয়েই আমি গাড়ি থেকে নেমেছিলাম। তবু অকারণে আমাকে আটকানো হয়। যদিও কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করেননি। কিন্তু ছ’ঘণ্টা জিজ্ঞাসাবাদে হেনস্থা তো হয়েছেই।’