CM Mamata Banerjee | ‘মা আসছেন দুর্গা অঙ্গনে’, প্রতিপদে শুভেচ্ছা জানিয়ে আরও একটি গান প্রকাশ মুখ্যমন্ত্রীর

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : রবিবার সূচনা হয়েছে দেবীপক্ষের। চলছে পুজোর কাউন্ট ডাউন। আকাশে বাতাসে এখন পুজো পুজো গন্ধ। সোমবার প্রতিপদ। বাঙালির প্রাণের উৎসবের সূচনালগ্নে সোশ্যাল মিডিয়ায় সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘শরৎ আকাশে নীল গগনে/মা আসছেন দুর্গা অঙ্গনে।’ সেইসঙ্গে নিজের রচিত নতুন একটি গানও তিনি এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন।

মুখ্যমন্ত্রী তাঁর নতুন গানে ঘুমন্ত দশা ভেঙে সকলকে জেগে ওঠার বার্তা দিয়েছেন – ‘যখন তোমার ভাঙবে ঘুম/তখন তোমার সকাল/হেলায় ছড়াবে স্বপ্নফুল/হাসবে মহাকাল/এসো ঘুম ভাঙাই এ পৃথিবীর/হয়নি দেরি আজও/এসো দূর করি এ জীর্ণতা/নতুন সাজে সাজো।’ তিন মিনিট ১৬ সেকেন্ডের গানের কথা ও সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। এদিন নিজের এক্স হ্যান্ডলে মিউজিকটি ভিডিওটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী।

রবিবার মহালয়াতেও দুর্গাপুজো নিয়ে তাঁর লেখা ও সুর করা একটি গান প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় ওই গানের ভিডিও পোস্ট করেন তিনি। গানটি গেয়েছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। গানের শুরুতেই কথাগুলি রয়েছে, ‘ধনধান্যে ভরে/ মা এসেছেন ঘরে/ পূর্ণ শস্যভাণ্ডার/ শস্য সবুজ কারিগর।’ ২ মিনিট ৪০ সেকেন্ডের মিউজিক ভিডিওটি  অনেকেই দেখেছেন। তার পর এদিন ফের আরেকটি নিজের লেখা গান প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন