CM Mamata Banerjee | ‘১,৩০০-এর বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে’, প্রশাসনকে কৃতজ্ঞতা মমতার

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দার্জিলিংয়ের ৯টি ব্লক এবং ৪টি মহকুমা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১,৩০০-এর বেশি মানুষকে বিপদ থেকে উদ্ধার করা হয়েছে। পাহাড়ের পরিস্থিতি পর্যালোচনা করে বুধবার জেলাশাসক, পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। দার্জিলিংয়ে প্রশাসনিক বৈঠকে এমনটা জানান মমতা।

দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে এখনও পর্যন্ত কী কী করেছে রাজ্য সরকার, তার খতিয়ান তুলে ধরেন তিনি। সে প্রসঙ্গেই তাঁর মুখে শোনা যায় বঞ্চনার সুর। বলেন, ‘একটা পয়সাও কারোর থেকে পাইনি, তবুও রাজ্য সরকারের তরফ থেকে এত কিছু করা হয়েছে।’

বৈঠকে পাহাড়ের সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণ, পুনর্গঠনের রূপরেখা এবং ত্রাণ ও উদ্ধারকার্য নিয়ে বিশদে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী জানান, দার্জিলিংয়ের ৯টি ব্লক এবং ৪টি মহকুমা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো পর্যন্ত ১,৩০০-রও বেশি মানুষকে বিপদ থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজে যুক্ত প্রশাসনিক টিম বিডিও, ডিএম, এসপি, পুলিশ, এনডিআরএফ, প্রত্যেকেইকে কৃতজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি জানান, ‘দুধিয়ার অস্থায়ী সেতু আর সাত দিনের মধ্যেই তৈরি হয়ে যাবে। সেখানে একটি স্থায়ী সেতুর কাজও চলছে, যা বছর দেড়েক আগেই শুরু হয়েছে। ইতিমধ্যেই পায়ে হাঁটার একটি ছোট সেতু তৈরি করা হয়েছে।’

মুখ্যমন্ত্রী জানান, মিরিক বাজার, সুখিয়াপোখরিতে রিলিফ ক্যাম্প চলছে। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান ক্যাম্পে’ কাজও বর্ধিত করা হয়েছে বলে জানান তিনি। মমতার কথায়, এই বিপর্যয়ে যাঁদের নথি হারিয়ে গিয়েছে, তাঁরা রিলিফ ক্যাম্প থেকে আবেদন করলেই, সেখানেই করে দেওয়া হচ্ছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন