অবিরাম বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ, জানুন এই আবহাওয়ার পরিবর্তন কবে ?

By Bangla news dunia Desk

Published on:

rain photo

Bangla News Dunia, দীনেশ :- বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ায় সপ্তাহ জুড়ে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। বুধবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণের বেশির ভাগ জেলায় বৃষ্টি শুরু হয়। বৃহস্পতিবারও চলবে বৃষ্টি। তবে, নিম্নচাপ অনেকটাই শক্তি হারিয়েছে। এর পাল্টা প্রভাবে দক্ষিণ ছত্তিশগড়ে তৈরি হয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত। তার সঙ্গে একটি অক্ষরেখা রয়েছে উত্তর কোঙ্কন থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত।

কলকাতায় গত ৪৮ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ছিল ৮৭ মিলিমিটার। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৬৫ মিলিমিটার। কলকাতায় এই মরশুমে বৃষ্টির ঘাটতি কমে দাঁড়াল ১১ শতাংশ। সার্বিক ভাবে দক্ষিণবঙ্গে এই মরশুমে বৃষ্টির ঘাটতি কমে দাঁড়াল ৭ শতাংশ। আজ কলকাতায় সারাদিন বৃষ্টি চলবে। বেশিরভাগ সময় হালকা থেকে মাঝারি। দিন ও রাতের তাপমাত্রায় লক্ষ্যনীয় পতন। কাল রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমে ২৪.৯ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি কমে ২৮.১ ডিগ্রি। কাল দিন ও রাতের তাপমাত্রা ব্যবধান ৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯২ থেকে ১০০ শতাংশ। শুক্রবারের পর থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে।

আরো পড়ুন:- দেউচা পাঁচামির পর হদিশ আরও একটি কয়লা খনির! কপাল খুলতে চলেছে রাজ্যবাসীর।প্রচুর কর্মসংস্থানের সম্ভাবনা

দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া?

দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির সতর্কতা। কলকাতা-সহ বাকি দক্ষিণবঙ্গের সব জেলাতে বিশেষত পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতিভারী বৃষ্টির সতর্কতা। বিকেলের পর গাঙ্গেয় বঙ্গে বৃষ্টির পরিমান কমবে। তখন ভারী বৃষ্টি শুরু হবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। দক্ষিণবঙ্গে বৃষ্টি আগামীকাল শুক্রবার পর্যন্ত চলবে। বিশেষত হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলায় সেপ্টেম্বরের শেষ লগ্নের এই বৃষ্টি বন্যা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। আবার ঝাড়খণ্ডের বৃষ্টি ডিভিসি ব্যারেজগুলির উপর চাপ বাড়াতে পারে। ফলে দুর্ভোগের আশঙ্কা থাকছে।

আরো পড়ুন:- বর্ষাকালে কমবে বিদ্যুৎ বিল, এই কাজগুলি করলেই হবে

উত্তরবঙ্গে কেমন আবহাওয়া?

চরম বৃষ্টির সতর্কতা দার্জিলিঙে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতে। আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে প্রবল বর্ষণের লাল সতর্কবার্তা জারি। ভারী থেকে অতিভারী বৃষ্টির বিশেষ সতর্কবার্তা থাকছে দার্জিলিং এবং কালিম্পং ২ পার্বত্য জেলাতে। ভারী বৃষ্টির কমলা সতর্কতা কোচবিহারে এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। কাল শুক্রবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে।

ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলাতে। সেপ্টেম্বরের শেষ দিকের এই অতি প্রবল বর্ষণে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা। উত্তরবঙ্গের নদীর জলস্তর অনেকটা বাড়তে পারে। কোথাও কোথাও নদীর জলস্তর বিপদ সীমার ওপরে উঠতে পারে। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা। প্রবল বৃষ্টির জন্য পার্বত্য এলাকার রাস্তায় দৃশ্যমানতা কমতে পারে।

#End

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন