আমন্ত্রণ জানাতে মমতাকে ফোন ! রাঁচিতে হেমন্তের শপথগ্রহণে থাকবেন কি বাংলার মুখ্যমন্ত্রী ?

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর (Jharkhand CM) কুর্সিতে বসতে চলেছেন হেমন্ত সোরেন (Hemant Soren)। এই নিয়ে টানা দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। আগামী বৃহস্পতিবার রাঁচিতে অনুষ্ঠিত হতে চলেছে শপথগ্রহণ অনুষ্ঠান (Oath taking ceremony)। সূত্রের খবর, এবার তাতেই যোগদানের আমন্ত্রণ জানাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) ফোন করলেন হেমন্ত।

আরো পড়ুন :- বিশ্ব বাণিজ্যে চিনকে টক্কর দিতে প্রস্তুত ভারত !

মমতার সঙ্গে বরাবরই ভালো সম্পর্ক হেমন্তের। জমি দুর্নীতি মামলায় হেমন্তের গ্রেপ্তারির পরই একাধিকবার মুখ খুলেছেন মমতা। কেন্দ্রীয় সংস্থা এবং কেন্দ্রের বিরুদ্ধে একযোগে সরবও হয়েছেন। জানা যাচ্ছে, ঝাড়খণ্ডে হেমন্তের শপথগ্রহণ অনুষ্ঠানে থাকতে পারেন মমতা। এমনকি শপথগ্রহণ অনুষ্ঠানে থাকার ব্যাপারে প্রাথমিকভাবে সম্মতিও দিয়েছেন তিনি। এখন সেটাই দেখার হেমন্তের শপথগ্রহণে খোদ মমতা উপস্থিত থাকবেন নাকি দলের প্রতিনিধি হিসেবে কাউকে পাঠাবেন।

আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?

আরো পড়ুন :- অবশেষে ২০২৫ সালে জনগণনা ! কতটা রাজনৈতিক সুবিধা পাবে বিজেপি ?

প্রসঙ্গত, ঝাড়খণ্ডে বিপুল জয় পেয়েছে বিরোধী ‘ইন্ডিয়া’ জোট। ৮১ আসনের ভোট হয়েছিল ঝাড়খণ্ডের বিধানসভায়। সরকার গড়তে প্রয়োজন ছিল ৪১টি আসনের। এদিকে জেএমএম, কংগ্রেস, আরজেডি, সিপিআইএমএল (লিবারেশন)-এর জোটই পায় ৫৬টি আসন। অন্যদিকে বিজেপি, আজসু, জেডিইউ আর এলজেপি(আর)-এর জোট জয়ী হয়েছে ২৪টি আসনে। এরপরই শুরু হয়েছে ঝাড়খণ্ডে সরকার গঠনের প্রস্তুতি। আগামী ২৮ নভেম্বর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত। তবে তাঁর সঙ্গে কতজন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেবেন, তা এখনও জানা যায়নি।

আরো পড়ুন:এবার মহাসমুদ্রে ডুব দিয়ে এলিয়েন খুঁজবে নাসা, কিভাবে? জানতে হলে পড়ুন

আরো পড়ুন :- NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বেতন ২০,০০০/- টাকা

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন