এবার আদানি গোষ্ঠীর বিদ্যুৎচুক্তি খতিয়ে দেখবে শ্রীলঙ্কাও ! সিদ্ধান্ত দ্বীপরাষ্ট্রের নবনির্বাচিত সরকারের

By Bangla News Dunia Dinesh

Published on:

adani

 

Bangla News Dunia, দীনেশ :- বাংলাদেশের পথেই এবার হাঁটতে চলেছে শ্রীলঙ্কা (Sri Lanka)। আদানি গোষ্ঠীর (Adani Group) সঙ্গে হওয়া বিদ্যুৎচুক্তি (Power deals) খতিয়ে দেখার সিদ্ধান্ত নিল দ্বীপরাষ্ট্রের নবনির্বাচিত সরকার। এমনটাই জানিয়েছেন শ্রীলঙ্কার সিলোন ইলেকট্রিসিটি বোর্ডের মুখপাত্র ধনুষ্কা পরাক্রমসিঙ্ঘে। তিনি জানিয়েছেন, শ্রীলঙ্কার পূর্ববর্তী সরকারের সঙ্গে আদানি গোষ্ঠীর যে বায়ুশক্তি সংক্রান্ত চুক্তি হয়েছিল, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সে দেশের নবগঠিত মন্ত্রিসভা।

আরো পড়ুন :- বিশ্ব বাণিজ্যে চিনকে টক্কর দিতে প্রস্তুত ভারত !

আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?

জানা গিয়েছে, প্রাথমিকভাবে শ্রীলঙ্কার মান্নার এবং পুনেরিনে বায়ুশক্তি কেন্দ্রগুলি তৈরি করা হচ্ছিল। কিন্তু আদানি গোষ্ঠীর ওই বিদ্যুৎ প্রকল্পে খরচ কতটা হবে, সেটি পরিবেশের উপর কতটা প্রভাব ফেলবে, এইসব এবার খতিয়ে দেখা হবে। তবে চুক্তিটি বাতিল না হলেও আপাতত এটির ভবিষ্যৎ নির্ধারণ করবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরাকুমার দিশানায়েকে। অন্যদিকে, শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় থাকা আদানিদের মালিকানাধীন একটি বন্দরকে ঋণ দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার সরকারি সংস্থা ‘ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন’। উল্লেখ্য, গত নভেম্বরেই সংস্থাটি বন্দরের টার্মিনাল নির্মাণে ৫৫০ মিলিয়ন ডলার অর্থসাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিল।

আরো পড়ুন :- অবশেষে ২০২৫ সালে জনগণনা ! কতটা রাজনৈতিক সুবিধা পাবে বিজেপি ?

প্রসঙ্গত, শেখ হাসিনার আমলে আদানি গোষ্ঠীর সঙ্গে হওয়া বিদ্যুৎচুক্তি খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও। রবিবার একটি বিবৃতিতে ইউনূস সরকার জানিয়েছে, বিদ্যুৎচুক্তিগুলির শর্ত খতিয়ে দেখা হবে। প্রয়োজনে আন্তর্জাতিক আইন অনুসারে সেগুলিকে পুনর্মূল্যায়ন করা হবে। এর জন্য আইনি এবং তদন্তকারী সংস্থার সাহায্য প্রয়োজন। এবার বাংলাদেশের পর একই সিদ্ধান্ত নিল শ্রীলঙ্কার সরকারও। সম্প্রতি সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে সরকারি আধিকারিকদের ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছে মার্কিন আদালত। এমনকি গৌতম আদানি ও তাঁর ভাইপোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

আরো পড়ুন :- NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বেতন ২০,০০০/- টাকা

#END

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন