কবে মিলবে নতুন PAN কার্ড, খরচই বা কত! সব প্রশ্নের উত্তর দিল কেন্দ্র সরকার

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

pan-2.0-1

Bangla News Dunia , Rajib : খুব শীঘ্রই দেশে আসতে চলেছে নতুন প্যান কার্ড (Permanent Account Number)। আর এই নতুন প্যান কার্ডের নাম হলো PAN 2.0। এমনিতে PAN কার্ড যে একটি গুরুত্বপূর্ণ নথি, সেটা আর আলাদা করে বলে দেওয়া দরকার নেই। সময়ে সময়ে প্যান কার্ড থেকে শুরু করে আধার কার্ড নিয়ে একের পর এক নিয়মে পরিবর্তন করেই চলে কেন্দ্রীয় সরকার। তবে এবার এই প্যান কার্ডের নিয়মে বিরাট রকমের পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার বলে খবর। আজ আরো প্রভাব সকলের ওপরেই পড়বে। ইতিমধ্যে আবার অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন যে তাদের কাছে যে প্যান কার্ড রয়েছে সেটি কি তাহলে বাতিল হয়ে যাবে? আর যদি বাতিল হয়ে যায় তাহলে নতুন প্যান কার্ড কিভাবে বানানো হবে? সেটা নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

তবে এই বিষয়ে অবশেষে এবার খোলসা করল কেন্দ্রীয় সরকার। আপনিও কি জানতে ইচ্ছুক যে কেন্দ্রীয় সরকার কী জানিয়েছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির উপর।

আরো পড়ুন :- বড় খবর! রেশন কার্ড বাতিল হল কোটি কোটি মানুষের। নাম দেখতে রেশন কার্ড স্ট্যাটাস চেক করুন এই ভাবে

নতুন প্যান কার্ড নিয়ে জবাব দিল কেন্দ্র

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি (সিসিইএ) আয়কর বিভাগের প্যান ২.০ প্রকল্পের অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ডিজিটাল ইন্ডিয়ার সাথে সামঞ্জস্য রেখে, সকলে শীঘ্রই কিউআর কোড সুবিধা সহ একটি নতুন প্যান কার্ড পাবেন। এই প্রকল্পে খরচ হবে ১,৪৩৫ কোটি টাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘প্যান কার্ড আমাদের জীবনের একটি অঙ্গ। মধ্যবিত্ত, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এটা জরুরি। প্যান ২.০ প্রকল্পের অধীনে, কিউআর কোড সুবিধা প্রদানের জন্য বিদ্যমান সিস্টেমটি সম্পূর্ণরূপে আপগ্রেড করা হবে। এটি হবে সম্পূর্ণ কাগজবিহীন এবং অনলাইন।’

আরো পড়ুন :- সরকার আনছে নয়া PAN কার্ড, তাহলে কি ‘অকেজো’ হল পুরনো কার্ড? জানতে পড়ুন বিস্তারিত

বাতিল হবে প্যান কার্ড?

উত্তর হল না। এদিকে কেন্দ্রের তরফে নতুন প্যান কার্ড সংক্রান্ত সকল প্রশ্নের জবাব দেওয়া হয়েছে।

১) ফের কি নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে? বর্তমান প্যান কার্ড কি অবৈধ হয়ে যাবে?

উঃ কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, প্যান নম্বর বদলানোর কোনও প্রয়োজন নেই। সেটা অবৈধ হবে না।

২) আপনি কি নতুন প্যান কার্ড পাবেন?

উঃ হ্যাঁ, আপনি একটি নতুন প্যান কার্ড পাবেন।

৩) নতুন প্যান কার্ডে কী কী ফিচার পাবেন?

উঃ অশ্বিনী বৈষ্ণবের মতে, নতুন কার্ডে কিউআর কোডের মতো বৈশিষ্ট্য থাকবে।

৪) প্যান আপগ্রেডেশনের জন্য আপনাকে কি অর্থ প্রদান করতে হবে?

উঃ এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী যে প্যানের আপগ্রেডেশন বিনামূল্যে হবে এবং এটি আপনার কাছে পৌঁছে দেওয়া হবে।

#END

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন