কম বিনিয়োগ, বড় রিটার্ন ! পোস্ট অফিসের এই স্কিমে প্রতি মাসে আয় করুন ৯০০০ টাকা

By Bangla News Dunia Dinesh

Published on:

POST OFFICE SCHEME

 

Bangla News Dunia, দীনেশ :- পোস্ট অফিসের স্কিমগুলি বরাবরই গ্রাহকদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কম বিনিয়োগে ভালো রিটার্ন পাওয়ার জন্য পোস্ট অফিসের স্কিমগুলি অত্যন্ত জনপ্রিয়।

তেমনই একটি স্কিম হল পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প (POMIS)। মাত্র একবার বিনিয়োগ করে মাসে 9000 টাকার বেশি আয়ের সুযোগ মিলছে এই স্কিমে। চলুন আজকের এই প্রতিবেদনে এই স্কিম সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিই।

POMIS স্কিমের বৈশিষ্ট্য ও সুবিধা 

POMIS স্কিমের বৈশিষ্ট্য এবং সুবিধাগুলি হল- 

মেয়াদ

পোস্ট অফিসের এই স্কিমের মেয়াদ হল ৫ বছর। অর্থাৎ, একবার বিনিয়োগ করলে আগামী পাঁচ বছর পর্যন্ত এই স্কিমে মাসিক আয় পাবেন গ্রাহকরা।

আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?

সুদের হার

চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিক (অক্টোবর থেকে ডিসেম্বর) এই স্কিমে বার্ষিক ৭.৪ শতাংশ হারে সুধ দেওয়া হচ্ছে, যা অন্যান্য স্কিমের তুলনায় অনেকটাই বেশি। 

বিনিয়োগের পরিমাণ

এই স্কিমে নূন্যতম বিনিয়োগ করা যেতে পারে মাত্র ১০০০ টাকা। সর্বাধিক বিনিয়োগের পরিমাণ একক একাউন্টের ক্ষেত্রে ৯ লক্ষ টাকা এবং যৌথ একাউন্টের ক্ষেত্রে ১৫ লক্ষ টাকা পর্যন্ত।

আরো পড়ুন :- বিশ্ব বাণিজ্যে চিনকে টক্কর দিতে প্রস্তুত ভারত !

মাসিক আয়ের হিসাব 

  • এই স্কিমে যদি আপনি ৯ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে প্রতি মাসে আয় হবে ৫,৫৫০ টাকা। 
  • ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে আয় হবে ৯,২৫০ টাকা।

বিনিয়োগ ও একাউন্ট খোলার নিয়ম

  • পোস্ট অফিসের এই স্কিমে একক একাউন্ট বা যৌথ একাউন্ট খোলার সুবিধা রয়েছে। 
  • যৌথ একাউন্টে সর্বাধিক ৩ জন অংশগ্রহণ করতে পারবেন। 
  • কিন্তু বিনিয়োগের অর্থ জমা করা যাবে ১০০০ টাকার গুনিতকে। 
  • এই প্রকল্পটি সরকার সমর্থিত হওয়ায় বিনিয়োগের নিরাপত্তা ১০০% নিশ্চিত।

মেয়াদ পূর্তির আগে টাকা তোলার সুবিধা 

যদি কোন কারনে পাঁচ বছরের মেয়াদ পূর্তির আগে টাকা তোলার প্রয়োজন হয়, তবে এই স্কিমে সেই সুবিধা রয়েছে। তবে এক বছরের পর থেকে এই সুবিধা পাওয়া যায়। তবে মনে রাখতে হবে যে প্রি-ম্যাচিউর ক্লোজারের ক্ষেত্রে কিছু পেনাল্টি কেটে নেওয়া হয়। 

 

কেন এই স্কিমটি বেছে নেবেন?

এই স্কিমটি বেছে নেওয়ার পিছনে অনেকগুলি কারণ রয়েছে। সেগুলি হল-

  • নিশ্চিত আয়- এই স্কিমে সুদের হার স্থির থাকায় মাসিক আয় নির্ভরযোগ্য। এখান থেকে আপনি নিশ্চিত ইনকাম করতে পারবেন।
  • নিম্ন ঝুঁকি- সরকারি প্রকল্প হওয়ায় এই স্কিমে বিনিয়োগের ঝুঁকি একদম নেই।
  • সহজ প্রক্রিয়া- যে কেউ সহজেই পোস্ট অফিসে একাউন্ট খুলে এই স্কিমের সুবিধা গ্রহণ করতে পারে।

পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্প স্কিম (POMIS) একটি নিরাপদ এবং লাভজনক স্কিম, যা ভবিষ্যতের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে। কম ঝুঁকিতে মাসিক আয়ের জন্য এই স্কিম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনার আর্থিক পরিকল্পনায় এই স্কিমটি যোগ করুন এবং ভবিষ্যৎ সুরক্ষিত করুন।

আরো পড়ুন :- NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বেতন ২০,০০০/- টাকা

#END

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন