কলকাতায় গ্রেপ্তার বিকাশ মিশ্র, সোমবার সিবিআই আদালতে কয়লা পাচার মামলার চার্জ গঠন নিয়ে অনিশ্চয়তা

By Bangla News Dunia Dinesh

Published on:

cbi

 

Bangla News Dunia, দীনেশ :- কয়লা পাচার মামলার চার্জ গঠনের ঠিক আগের দিন অর্থাৎ রবিবার কলকাতায় পুলিশের হাতে গ্রেপ্তার হল এই মামলার অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র। এর ফলে সোমবার আসানসোল সিবিআই আদালতে কয়লা পাচার মামলায় চার্জ গঠন নিয়ে তৈরি হল চরম অনিশ্চয়তা।

আরো পড়ুন :- বিশ্ব বাণিজ্যে চিনকে টক্কর দিতে প্রস্তুত ভারত !

গত ১৮ নভেম্বর এই মামলার শেষ সওয়াল-জবাব শেষে আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দিয়েছিলেন, ২৫ নভেম্বর তদন্তকারী সংস্থাকে চার্জ গঠন করতে হবে। তিনি এও জানিয়েছিলেন যে, এই মামলার চার্জশিটে যাদের নাম রয়েছে তাঁদের সবাইকে সোমবার আদালতে সশরীরে হাজির থাকতে হবে। কিন্তু রবিবার কলকাতায় বিকাশ মিশ্র গ্রেপ্তার হয়ে যাওয়ায়, সোমবার তার পক্ষে আসানসোল সিবিআই আদালতে সশরীরে হাজির থাকাটা কোনমতেই আর সম্ভব নয়। এমন পরিস্থিতিতে সোমবার কয়লা পাচার মামলায় চার্জ গঠন অনেকটাই অনিশ্চিত হয়ে গেল বলে মনে করছেন আসানসোল আদালতের দুই আইনজীবী শেখর কুণ্ডু এবং সোমনাথ চট্টরাজ। রবিবার তারা জানান, সোমবার যখন আদালত শুরু হবে তখন এই গ্রেপ্তারির কথা বিচারককে জানাবেন তদন্তকারী সংস্থা সিবিআই এবং বিকাশের আইনজীবী। এরপর বিচারক এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এই মামলার অভিযুক্তদের তরফে অন্যতম আইনজীবী শেখরবাবু ও সোমনাথবাবু আরও জানান, নিয়ম মতো সবাই হাজির না থাকলে, চার্জ গঠন করা যায় না। এক্ষেত্রে যদি অনুপস্থিত থাকা কাউকে ভার্চুয়ালি হাজির করানো যায়, সেটাই একমাত্র পথ। কিন্তু সোমবার সকালে আদালত শুরু হওয়ার পরে, তা কতটা সম্ভব তা নিয়েও উঠছে প্রশ্ন।
সূত্রের খবর, রবিবার কলকাতার কালীঘাট থানার পুলিশ পকসো মামলায় বিকাশ মিশ্রকে গ্রেপ্তার করেছে।

আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?

আরো পড়ুন :- অবশেষে ২০২৫ সালে জনগণনা ! কতটা রাজনৈতিক সুবিধা পাবে বিজেপি ?

প্রসঙ্গত, কয়লা পাচার মামলায় সিবিআই মোট তিনটি চার্জশিট আসানসোল সিবিআই আদালতে জমা দিয়েছে। তাতে ৫০ জনের নাম রয়েছে। তাদের মধ্যে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র এখনও ফেরার। তাকে সিবিআই ধরতে না পারায়, চার্জশিটে পলাতক দেখানো হয়েছে। শুনানি চলাকালীন একজন মারা গিয়েছেন। যে কারণে সিবিআই-এর মোট ৪৮ জনের নামে চার্জ গঠন করার কথা। ইতিমধ্যেই চার্জ গঠন প্রক্রিয়ায় কার বিরুদ্ধে কোন ধারা দেওয়া হয়েছে তা আদালতে জানিয়েছে সিবিআই। এই ৪৮ জনের মধ্যে ব্যক্তিগতভাবে তিনজনের নামে চার্জ গঠনের কথা বলা হয়েছে। তার মধ্যে অন্যতম হলেন এই বিকাশ মিশ্র।

আরো পড়ুন :- ২৬ মিনিটে ভাঙল রেকর্ড, পন্থকে সই করিয়ে ইতিহাস লখনৌয়ের

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন