Bangla News Dunia , Rajib : প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এ বার সন্তু গঙ্গোপাধ্যায় এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য আদালতে আবেদন করল সিবিআই। বিশেষ সিবিআই আদালতে সংস্থাটির আবেদন, তদন্তের জন্য এই দুই অভিযুক্তের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ ও পরীক্ষার প্রয়োজন রয়েছে। যদিও বিচারক জানিয়েছেন, শুক্রবার শুনানির সময় কণ্ঠস্বরের নমুনা পরীক্ষায় দুই অভিযুক্তের সম্মতি রয়েছে কি না, তা জানা হবে। এরপরেই সিবিআই-এর আবেদনের প্রেক্ষিতে কোনও নির্দেশ দেবে আদালত।
কলকাতা নিয়োগ দুর্নীতি মামলায় শান্তনু, সন্তুদের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চায় সিবিআই, নজরে ‘কাকু’-ও
By Bangla News Dunia Desk - Pallab
Published on: