খানিক স্বস্তি, কর্মীদের DA বাড়াল রাজ্য সরকার, তবে মাত্র ২.২৫%

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

DA-Hike-4

Bangla News Dunia , Rajib : কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী, প্রতি বছর দুইবার করে মহার্ঘ ভাতা (Dearness allowance) বা DA বাড়ে। একটি লাগু করা হয় ১ জানুয়ারি ও দ্বিতীয়টি ১ জুলাই। সেই নিয়ম অনুযায়ী চলতি বছর লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করে কেন্দ্র সরকার। ৪ শতাংশ হারে DA এর পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছিল ৫০ শতাংশে। এরপর ফের জুলাইতে কর্মীদের DA বাড়ানো হয়েছে ৩ শতাংশ। যার ফলে বর্তমানে DA এর পরিমাণ হয়ে দাঁড়িয়েছে ৫৩ শতাংশে।

আরো পড়ুন :- বন্দে ভারত ট্রেন বিশেষ ভাবে তৈরি করা হচ্ছে এই রাজ্যে চালানোর জন্য

৩ শতাংশ DA বৃদ্ধি পাওয়ায়, ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধিতে প্রতিমাসে ৫৪০ টাকা করে বেশি পাবেন সরকারি কর্মীরা। বছরে যার পরিমাণ দাঁড়াবে ৬৪৮০ টাকা। এখন কোনও এন্ট্রি-লেভেল কেন্দ্রীয় সরকারি কর্মচারী যাঁর বেতন মাসে ১৮ হাজার টাকা, তিনি হাতে আরও ৫৪০ টাকা বেশি পাবেন। একইভাবে বেতন ২৫ হাজার টাকা হলে মাসে ৭৫০ টাকা করে বছরে ৯০০০ টাকা করে বাড়তি মিলবে। ১ জুলাই থেকে কার্যকর হওয়ায় একজন কর্মচারী জুলাই, অগস্ট, সেপ্টেম্বরের এরিয়ারও পাবেন।

আরো পড়ুন :- বাংলাদেশ সরকারের মনে ভয় ধরিয়ে দেওয়া চিন্ময়কৃষ্ণ দাস কে?

DA বৃদ্ধি নিয়ে বড় পদক্ষেপ সরকারের

কিন্তু এই আবহে বেশিরভাগ রাজ্য কেন্দ্রের পথে হেঁটে রাজ্যের কর্মীদের DA এর পরিমাণ বৃদ্ধি করলেও পশ্চিমবঙ্গ এখনও ১৪ শতাংশ হারে DA দিয়ে চলেছে কর্মীদের। শেষ DA বৃদ্ধি করেছিল চলতি বছর লোকসভা নির্বাচন মিটতেই। তার আগে DA এর পরিমাণ ছিল ১০ শতাংশ। আর তাই কেন্দ্র এবং রাজ্যের মধ্যে DA এর ফারাক বেড়েই চলেছে। ক্ষুব্ধ কর্মীরাও। তবে রাজ্যের কোনও হেলদোল ছিল না এতদিন। অন্যদিকে কর্নাটকের অবস্থাও একপ্রকার তাই। মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া থেকে শুরু করে অর্থ দফতরের অতিরিক্ত মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করেছিলেন রাজ্য সরকারি কর্মীদের প্রতিনিধিরা। কিন্তু DA বৃদ্ধি নিয়ে কোনো রকম খবর প্রকাশ্যে আনা হয়নি। অবশেষে বড় পদক্ষেপ গ্রহণ করল সরকার।

কতটা বাড়ল DA?

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কর্ণাটকের রাজ্য সরকরি কর্মীদের DA বাড়ানো হয়েছে ২.২৫ শতাংশ হারে। যেখানে আগে রাজ্য সরকারি কর্মীদের DA ছিল ৮.৫০ শতাংশ। তা বাড়িয়ে এবার ১০.৭৫ শতাংশ করা হয়েছে। আর সংশোধিত হারে এই মহার্ঘ ভাতা চলতি বছর ১ জুলাই থেকে কার্যকর হবে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। তাতে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে রাজ্য সরকারী কর্মীরা।

#END

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- SBI থেকে LPG, OTP! ১ ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে ৪ নিয়ম

আরো পড়ুন :- রাহানে, আইয়ার বা রিঙ্কু সিং! নিজেকে KKR-র অধিনায়ক ঘোষণা করলেন ‘তারকা’

আরো পড়ুন :- বীরভূমের কোর কমিটির চেয়ারম্যান তিনিই, কালীঘাটের বৈঠকের পরেই ঘোষণা অনুব্রতর

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন