চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয়দের টিকিট ও বিশেষ ভিসার আশ্বাস পাকিস্তানের !

By Bangla News Dunia Dinesh

Published on:

pakistan cricket team

Bangla News Dunia, দীনেশ :- পাকিস্তানে দল না পাঠানো নিয়ে এখনও অনড় ভারত। অবস্থান বদলের সম্ভাবনাও ক্ষীণ। যদিও হাল ছাড়তে নারাজ পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় ক্রিকেট সমর্থকদের ভিসা নিয়ে বিশেষ ব্যবস্থার আশ্বাস। ম্যাচ টিকিটেও অগ্রাধিকার পাবে ভারতীয়রা।

পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি এদিন সেই আশ্বাসের কথা প্রকাশ্যেই জানিয়েছেন। ভারতীয় সমর্থকদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আমরা ভারতীয় সমর্থকদের জন্য টিকিটের বিশেষ কোটা রাখব। একইভাবে পাকিস্তানে আসার জন্য ভারতীয় ক্রিকেটপ্রেমীদের দ্রুত ভিসার ব্যবস্থাও করা হবে।’
পিসিবি’র পাশাপাশি বর্তমান পাক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি আশাবাদী, লাহোরেই অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান ম্যাচ। যা দেখতে গ্যালারি ভরাবে ভারতীয় সমর্থকরাও। কয়েকদিন আগেও দাবি করেছিলেন, ভারত পাকিস্তানে খেলতে আসবে। অংশগ্রহণকারী প্রতিটি দলকে নিয়ে টুর্নামেন্ট আয়োজনে তারা আত্মবিশ্বাসী। আইসিসি অবশ্য চূড়ান্ত সূচি এখনও ঘোষণা করেনি। তাকিয়ে রয়েছে ভারত সরকারের সবুজ সংকেতের অপেক্ষায়। কারণ, পাকিস্তানে খেলার অনুমতি না মিললে হাইব্রিড মডেলে টুর্নামেন্টের আয়োজনের পথে হাঁটতে হবে। অর্থাৎ, ভারতের ম্যাচগুলি নিরপেক্ষ কোনও দেশে হবে। এমনকি বিরাট কোহলি, রোহিত শর্মারা যদি ফাইনালে উঠে, সেই ম্যাচও সরবে পাকিস্তান থেকে।

আরো পড়ুন :- ‘অনুপ্রবেশকারীদের তাড়িয়ে ছাড়ব’ ! হুঙ্কার অমিত শাহের

আরো পড়ুন :- বাংলাদেশে হিন্দু জাগরণ ! থরথর করে কাঁপছে মৌলবাদীরা

এদিকে, বাবর আজমকে নিয়ে চলতি ডামাডোলের মাঝে সতীর্থের পাশে দাঁড়িয়েছেন শান মাসুদ। পাকিস্তানের টেস্ট অধিনায়কের বিশ্বাস, চলতি বিশ্রামে উপকৃত হবে বাবর। দলে ফিরবে অনেক শক্তিশালী হয়ে। মাসুদ বলেছেন, ‘বিশ্বের অন্যতম সেরা বাবর। আমি ওকে না বলার কে? টেস্টেও সেরাদের তালিকায় জায়গা করে নেওয়ার সমস্ত রসদ রয়েছে ওর মধ্যে।’

আরো পড়ুন :- ইহুদি অভিযানে খতম কুখ্যাত ইসলামিক জঙ্গি !

আরো পড়ুন :- প্রিয়াঙ্কার সঙ্গে বিয়ে হয়েছিল শাহরুখের ? ‘গোপন কথা’ ফাঁস হতেই টলে গিয়েছিল বলিপাড়া

বাবরের সমর্থনে মাসুদ আরও বলেছেন, ‘আইসিসি র‌্যাংকিংয়ে সবসময় উপরের দিকে বাবরের অবস্থান। কিন্তু মাঝেমধ্যে সবারই বিশ্রাম প্রয়োজন হয়। ব্যক্তিগতভাবে মনে করি, বিশ্রাম আরও শক্তিশালী করে। বাবর একটানা খেলেছে দীর্ঘদিন ধরে। বিশ্রাম নিয়ে আমাদের মধ্যে কোনও সমস্যা নেই। ও সবসময় পাকিস্তানের ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভই থাকবে।’

আরো পড়ুন :- ইস্তফা না দিলে খুন করার হুমকি বুলডোজার বাবাকে !

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন