ডালহোউসি, নিউটাউনে খদ্দের না পেয়ে নতুন জায়গায় আস্তানা গাড়লেন নন্দিনী। সেখানে কেমন চলছে ব্যবসা

By Bangla News Dunia Desk Bappaditya

Updated on:

nandini-ganguly-

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আর মাত্র কয়েকটা দিন, তারপরেই গোটা বাংলা মেতে উঠবে দুর্গোৎসবের আনন্দে। এখন যেন আকাশে বাতাসে পুজোর গন্ধ ছড়িয়ে পড়েছে। যদিও আরজিকর ঘটনাকে কেন্দ্র করে অনেকেরই এখন মন খারাপ। উৎসবের আনন্দ অনেকটাই যেন ফিকে হয়ে গিয়েছে। তার মধ্যেও চলে এসেছে দুর্গাপুজো। আরি দুর্গাপুজোর সময় দুর্দান্ত সুখবর দিলেন ভাইরাল নন্দিনী দিদি অর্থাৎ নন্দিনী গাঙ্গুলি।

 

আরো পড়ুন:- হামেশাই খান Pan-D, প্যারাসিটামল? ডেকে আনছেন মহাবিপদ! গুণমান পরীক্ষায় ফেল ৫৩ ওষুধ। রয়েছে নকল ঔষধ প্রতিষ্ঠানও

এই সেই ভাইরাল নন্দিনী দিদি যাকে কিনা ডালহৌসি অফিস পাড়ায় একটি পাইস হোটেল চালাতে দেখা গিয়েছিল। শুধু তাই নয় সকলের নজর কেড়েছিল তার বেশভূষা। গলায় ব্লুটুথ পরনে আধুনিক জামা কাপর। রাস্তার ধারে ভাত বিক্রি করা রীতিমতো সকলের নজর কেড়েছিল। এবার সেই নন্দিনী দিদি অর্থাৎ নন্দিনী গাঙ্গুলি নিজের জীবনের একটি দারুণ সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিলেন। এখন আপনিও কি জানতে ইচ্ছুক যে নন্দিনী কি সুখবর শুনিয়েছেন? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

সুখবর শোনালেন ভাইরাল নন্দিনী

সামনে রয়েছে দুর্গাপুজো। আর দুর্গাপুজো তো পেটপুজো ছাড়া একদমই অসম্পূর্ণ। দুর্গাপুজোকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ফুড ফেস্টিভাল শুরু হয়ে গিয়েছে। বাদ যায়নি বেহালাও। আর এই বেহালাতে নিজের একটি ফুড স্টল খুললেন নন্দিনী। ইতিমধ্যে নিজের ইনস্টাগ্রাম লাইভে এসে সেই কথা সকলকে জানিয়েছেন নন্দিনী। সকলকে সেখানে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, বেহালার চণ্ডিতলা মাঠে নিজের খাবারের পসরা নিয়ে বসেছেন নন্দিনী। শনি-রবি-সোম থাকছেন তিনি।

 

 

নন্দিনীকে কটাক্ষ

সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিলেন নন্দিনী গাঙ্গুলি। এদিকে ফেমাস হওয়ার পর তিনি নিজের একটি ইউটিউব চ্যানেলে খোলেন যেখানে তিনি প্রতিদিন নিজের লাইফ স্টাইল সম্পর্কে আলোচনা অব্দি করেন। এদিকে যত সময় করছে ততই তার জনপ্রিয়তা যেন হু হু করে বেড়েই চলেছে। কিন্তু জনপ্রিয়তার পাশাপাশি চরম ট্রোলিং-এরও শিকার হতে হচ্ছে তাকে। অনেকেরই দাবি, ডালহৌসির দোকান উঠে যাওয়ার পরে, বিশেষ চলছে না নিউটাউনে আকাঙ্খার মোড়ে থাকা তাঁর দোকান।

 

আরো পড়ুন:- ৯ বছর পর উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ! DA, HRA, বেতন সহ মাসে কত পাবেন তাঁরা?

#End

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন