দ্বিতীয় টেস্টে টিম ইন্ডিয়া ৩টি পরিবর্তন, রোহিত ছাড়া আর কে কে! রইল সম্ভাব্য একাদশ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

bgt-2024-25

Bangla News Dunia , Rajib : বর্ডার-গাভাস্কার ট্রফির (Border-Gavaskar Trophy) পাঁচ টেস্টের মধ্যে একটি টেস্ট ম্যাচ ইতিমধ্যে খেলা হয়ে গিয়েছে। ওই ম্যাচে দুর্দান্ত জয় হাসিল করেছেন ভারতীয় দল। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়াকে চাপে ফেলা আয়োজক অস্ট্রেলিয়ার যে এমন হাল হবে, তা কেউ ভাবতেও পারেনি। অবশেষে চুতুর্থ দিনেই ২৯৫ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে পারথ টেস্ট জিতে নেয় ভারত। এখন দুই দলেরই লক্ষ্য অ্যাডিলেডে আয়োজিত দিন রাতের টেস্ট।

দলে ঢুকছেন রোহিত শর্মা

দিতিয় টেস্ট ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে আয়োজিত হতে চলেছে। এই টেস্টই গোলাপি বলে খেলা হবে, আর দিন রাতের হবে। অ্যাডিলেড টেস্টের আগেই ভারতীয় শিবিরে যোগ দিয়েছেন রোহিত শর্মা। চতুর্থ দিন তিনি ড্রেসিং রুমে বসে খেলা উপভোগও করেন। পাশাপাশি তিনি অনুশীলনও শুরু করে দিয়েছেন। এখন কথা হচ্ছে যে, দ্বিতীয় টেস্টে প্রথম একাদশে পরিবর্তন আনবে ভারত? কারা জায়গা পাবেন, কাদের বাদ দেওয়া হবে?

 ফের চোট শুভমন গিলের

যেহেতু রোহিত শর্মা ফিরে এসেছেন তাই ওনার খেলা নিশ্চিত। ওদিকে শুভমন গিল চোট সারিয়ে ফিরে আবারও চোটগ্রস্ত হয়েছেন বলে খবর। জানা যাচ্ছে, তার আঙুলে ফের চোট লেগেছে তাই তাঁকে অন্তত ১০ থেকে ১৪ দিন বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তাহলে কেমন হবে ভারতীয় একাদশ?

ক্রিকেট বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী, দ্বিতীয় টেস্টে তিনটি বড় পরিবর্তন হতে পারে। টিম ইন্ডিয়া তরুণ ব্যাটসম্যান দেবদত্ত পদিকলকে দ্বিতীয় টেস্ট থেকে বাদ দেওয়া হতে পারে। তার জায়গায় রোহিত শর্মা দলে এন্ট্রি নেবেন। দ্বিতীয় জন হলেন ধ্রুব জুরেল। দ্বিতীয় টেস্টে জুরেলকেও বসাতে পারে টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় সরফরাজ খান সুযোগ পেতে পারেন। ওদিকে অভিজ্ঞতার প্রয়োজনে দ্বিতীয় টেস্টে রবিচন্দ্রন অশ্বিনেরও এন্ট্রি হতে পারে। এক্ষেত্রে ওয়াশিংটন সুন্দর বাদ যেতে পারেন।

টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ

যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, সরফরাজ খান, রবিচন্দ্রন অশ্বিন, নিতিশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ, হর্ষিত রানা।

#END

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন