‘ধর্ষণ বন্ধের ওধুষ একমাত্র আইন’, অ্যান্টি রেপ বিল অনুমোদনে চিকিৎসকদের সহযোগিতা চাইলেন অভিষেক

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

gsds

Bangla News Dunia , Rajib : ‘দেশে ধর্ষণ রুখতে পারে একমাত্র কড়া আইন।’ ধর্ষণ বিরোধী আইন আনার ব্যাপারে এই কথা জানিয়ে ফের সরব হলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার ডায়মন্ড হারবারে অনুষ্ঠিত চিকিৎসকদের কনভেনশনে অভিষেকের বক্তব্য, ‘ধর্ষণের মতো ঘটনা তখনই বন্ধ হবে যখন অ্যান্টি রেপ আইন লাগু হবে।’ রাজ্য বিধানসভায় ইতিমধ্যেই ‘অপরাজিতা বিল’ পাশ হয়েছে। এই বিল আইনে পরিণত করার জন্য এ দিন চিকিৎসকদেরও সহযোগিতা চাইলেন সাংসদ।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন