নৈহাটির বড়মার বিসর্জনে থাকবে ১ হাজার পুলিশ, কড়া ব্যবস্থা প্রশাসনের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

ma

Bangla News Dunia , Rajib : ঐতিহ্যবাহী বড়মার পুজোকে ঘিরে গত কয়েকদিন ধরে নৈহাটি কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছিল। রবিবারও বড়মাকে দেখার জন্য অগণিত ভক্ত হাজির হয়েছিলেন। আজ সোমবার বড়মার বিদায় যাত্রা। বিসর্জনের সময়ও ভক্তদের ঢল নামে অরবিন্দ রোড-সহ আশপাশের অঞ্চল জুড়ে। রবিবার থেকেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে ব্যারাকপুর পুলিশ এবং নৈহাটি পুরসভা।

নৈহাটিতে বড়মার বিসর্জন না হওয়া পর্যন্ত অন্য কোনও কালীপুজোর প্রতিমা বিসর্জন দেওয়া হয় না। বড়মা মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গিয়েছে সোমবার মায়ের পুজো হবে নিয়ম মেনে। চিরাচরিত রীতি মেনে মেয়েদের পরিবর্তে ছেলেরাই বড়মাকে বরণ করবেন। প্রায় ৩০০ কেজি সোনা এবং রুপোর অলঙ্কার মায়ের শরীর থেকে খুলে বড়মাকে ফুলের মালায় সাজানো হবে৷ ওই গয়না এ দিনই ব্যাঙ্কের লকারে জমা করা হবে। বিকেল চারটে নাগাদ বড়মাকে মণ্ডপ থেকে বের করে নৈহাটি ফেরিঘাটের উদ্দেশে নিয়ে যাওয়া হবে। সেখানেই বড়মাকে গঙ্গায় বিসর্জন দেওয়া হবে।

আরো পড়ুন :- ইজরায়েলের হাতে ‘মাদার অফ অল বম্ব’ ! ধ্বংস হয়ে যাবে মুসলিম দুনিয়া ?

আরো পড়ুন :- চীন-পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে দিল ভারত !

বিসর্জনের জন্য এক হাজারের বেশি পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। এ ছাড়া গঙ্গাবক্ষে থাকবে পুলিশের কড়া নজরদারি। সঙ্গে রয়েছে ওয়াচ টাওয়ার। সকলেই যাতে মায়ের বিসর্জন দেখতে পান সেজন্য অরবিন্দ রোডের ধারে চারটি জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে।

বড়মা অরবিন্দ রোড ধরে যখন বিসর্জনের পথে রওনা হন তখন রাস্তার দু’পাশের বাড়ি থেকে বাতাসা ছোড়ার রেওয়াজ রয়েছে। এ বার মন্দির কর্তৃপক্ষ সেই রেওয়াজে পরিবর্তন আনছেন। রাস্তার দু’পাশের বাড়িগুলিতে এ দিন সকাল থেকে ফুল বিলি করা হবে। যাতে বাতাসার বদলে মানুষ বড়মাকে উদ্দেশ্য করে ফুল ছোড়েন।

আরো পড়ুন :- বদলাচ্ছে মার্কিন রাজনীতি ! ভারতের জন্য ভালো নাকি খারাপ ?

মন্দির কর্তৃপক্ষের কর্মকর্তা তথা নৈহাটির পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় বলেন, ‘সোমবার সকাল সাতটা থেকে শুরু হয়ে যাবে বড়মার বিসর্জনের প্রস্তুতি। আমরা পুলিশ প্রশাসনের সাথে সমন্বয় রেখে কাজ করবো। যাতে কোনও অঘটন না ঘটে।’

#End

আরো পড়ুন:- বেকার ছেলে মেয়ে সবাইকে প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, কিভাবে ই শ্রম কার্ড অনলাইন আবেদন করবেন?

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো খবর দেখুন :- বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস

আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন