পশ্চিমবঙ্গের কৃষকবন্ধু টাকা কবে দেবে ? এবার আরও 6000 টাকা একাউন্টে ঢুকবে

By Bangla News Dunia Dinesh

Published on:

money-Dearness-Allowance-DA-government-employee

 

Bangla News Dunia, দীনেশ :- পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প কৃষক বন্ধু (Krishak Bandhu). এই প্রকল্পটি বাংলার কৃষক দের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই কৃষক বন্ধু প্রকল্পে প্রত্যেক বছর অন্নদাতা কৃষকদের আর্থিক সাহায্য করা হয়। ভারত যেহেতু মৌসুমী বায়ুর দেশ তাই ভারতের কৃষি আবহাওয়া নির্ভর। অনেক সময় আবহাওয়ার অনিয়মিত হওয়ার কারণে কৃষিকাজ বাধাপ্রাপ্ত হয়। তাই কৃষকদের সাহায্য করার জন্য সরকার হাত বাড়িয়ে দিয়েছে। কৃষক বন্ধু প্রকল্পটি তারই প্রকৃষ্ট উদাহরণ।

আরো পড়ুন :- ভারত এবং চিনের সম্পর্কে নতুন মোড় ! জানুন আসল সত্য

WB Krishak Bandhu Scheme

পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য চালু হাওয়া কৃষক বন্ধু প্রকল্প গত কয়েক বছরে কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে। আবার, কেন্দ্রীয় সরকার‌ কৃষকদের জন্য চালু করেছে যে স্কিম সেটি হল কৃষক সম্মান নিধি যোজনা (PM kisan) চালায়। প্রকল্পের অধীনে, যোগ্যদের প্রতি বছর ৬ হাজার টাকা দেওয়ার নিয়ম আছে।

আর এই অর্থ মোট দুই হাজার টাকার তিনটি কিস্তিতে পাঠানো হয় সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সরকার এই টাকা কৃষকদের কাছে স্থানান্তর করে DBT-এর মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সম্প্রতি দেশের সরকার
কর্তৃক চালু করা কৃষকদের জন্য প্রকল্পটি নিয়ে নতুন আপডেট সামনে এসেছে। ‌আপনিও যদি এই প্রকল্পের সুবিধা পেতে চান, আজকের প্রতিবেদন অবশ্যই পড়ে নেবেন।

আরো পড়ুন :- রফতানিতে রেকর্ড গড়ল ভারত ! সফল মোদী সরকার

এই দেশের কৃষকদের জন্য সরকার ২০১৯ সাল নাগাদ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা (PM-Kisan) প্রকল্পটি চালু করেছে। কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার জন্য প্রকল্পটি চালু করা হয়েছিল। পিএম-কিসানের অধীনেই, কৃষকরা বার্ষিক ৬০০০ টাকা পান, যা ২০০০ টাকা এর তিনটি কিস্তিতে দেওয়া হয়। এই টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়।

PM-Kisan Scheme Eligibility 2024

১) এই প্রকল্পে আবেদন জানানোর জন্য যে কৃষক চাষ করছেন তাঁর নামে জমি রেজিস্ট্রি করতে হবে।২) প্রতি কৃষক পরিবার থেকে শুধুমাত্র একজন ব্যক্তি এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। ৩) আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ব্যক্তি যদি করদাতা হয়ে থাকেন, তাহলে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। অর্থাৎ করদাতারা এই স্কিমের অধীনে সহায়তা পাওয়ার যোগ্য নন।

আরো পড়ুন :- ভিক্ষুকের আবার অ্যাসিস্ট্যান্ট! এই কাহিনী পড়লে আপনি খিলখিলিয়ে হাসবেন…

PM Kisan Scheme Application

পিএম কিষান প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে সর্বপ্রথম ভিজিট করতে হবে এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে। তারপর সেখান থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। আর আবেদনপত্রটি ফিল আপ করুন। তারপর প্রয়োজনীয় নথিগুলি সেই ওয়েবসাইটের মাধ্যমে সাবমিট করুন। আপনার আবেদন জমা করা হয়ে গেলে আপনি যদি যোগ্য হন তাহলে আপনাকে আর্থিক সাহায্য পাঠানো হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেট এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে সরকারের তরফে টাকা ছাড়া হলে আপনারা সেই বিষয়ে জানতে পারবেন। আপাতত যারা আবেদন করেছিলেন তারা অফিসিয়াল সাইটে গিয়ে প্রকল্পের স্ট্যাটাস দেখে নিতে পারেন।

আরো পড়ুন:এবার মহাসমুদ্রে ডুব দিয়ে এলিয়েন খুঁজবে নাসা, কিভাবে? জানতে হলে পড়ুন

আরো পড়ুন :- NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বেতন ২০,০০০/- টাকা

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন