পাকিস্তানকে বড় আর্থিক সাহায্য দেবে ভারত : রাজনাথ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Hh

Bangla News Dunia , পল্লব : আর্থিক সংকটে ধুঁকছে পাকিস্তান। গত বছর থেকেই বিদেশি মুদ্রার ভাণ্ডার তলানিতে এসে ঠেকেছে। ফলে স্বাভাবিকভাবেই আকাশ ছোঁয়া খাদ্য-নিত্যপণ্যের দাম। ইতিমধ্যেই আর্থিক সহযোগিতা না পেলে ভেঙে পড়বে পাক-অর্থনীতি। দীর্ঘদিন ধরেই আমেরিকা ও আইএমএফের মতো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের কাছে সাহায্যে চেয়েও এখনও মেলেনি আর্থিক সাহায্য

আরো পড়ুন:- ভারতকে নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ দেওয়ার পক্ষে এবার জোর সওয়াল ব্রিটেনের

বরং দেউলিয়া হওয়ার মুখে দাঁড়িয়ে ভারতের প্রতিবেশি দেশটি। এমন অবস্থায় পাকিস্তানকে প্রয়োজনে আইএমএফের চেয়ে বড় আর্থিক সাহায্য দিতে পারে ভারত, জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার জন্য পাকিস্তানকে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে।

রবিবার কাশ্মীরের বন্দীপুরা জেলায় একটি দলীয় জনসভায় রাজনাথ বলেন, “২০১৪-১৫ সালে জম্মু ও কাশ্মীরের জন্য ৯০ হাজার কোটি টাকার বিরাট স্পেশাল প্যাকেজ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তান যা অর্থ চাইছে তার থেকে সেই প্যাকেজ কয়েকগুন বড় ছিল।” পাকিস্তানের জনগনের উদ্দেশ্যে তিনি বলেন, পাক বন্ধুরা ভারতের সঙ্গে শক্রতা করে লাভ নেই। #Short News

আরো পড়ুন:- বাংলাদেশে চরম নির্যাতনের শিকার অন্তঃসত্ত্বা হিন্দু শিক্ষিকা !

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন