প্রেমঘটিত কারণে যুবককে খুন করে দেহাংশ লোপাট ! একসাথে ৭ জনকে ফাঁসির সাজা দিল চুঁচুড়া আদালত

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- প্রেমঘটিত কারণে খুন করে দেহ টুকরো টুকরো করার ঘটনায় ৭ জনকে ফাঁসির সাজা দিল চুঁচুড়া আদালত। ২০২০ সালের ১১ অক্টোবর চুঁচুড়ার এই ঘটনা রাজ্য জুড়ে শোরগোল ফেলে দিয়েছিল। দেহ টুকরো টুকরো করার দৃশ্য ক্যামেরাবন্দিও করা হয়েছিল।  তদন্তে নেমে মৃতের কাটা হাত-পা কয়েক দিনের মধ্যে খুঁজে বার করতে পারলেও মাথা খুঁজে বার করতে নাজেহাল হতে হয়েছিল পুলিশকে। হুগলির সেই বিষ্ণু মাল হত্যা মামলায় দোষী সাব্যস্ত আটজনের মধ্যে ৭ জনকেই ফাঁসির সাজা দিল চুঁচুড়া আদালত। বাকি এক জনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, বিষ্ণু একটা মেয়েকে ভালবাসত। কিন্তু সেই যুবতীকে প্রেমের প্রস্তাব দিয়েছিল বিশাল নামে এক যুবক। কিন্তু ওই যুবতী তাতে সাড়া দেয়নি। যার জন্য যুবতীর প্রেমিক বিষ্ণুকে অপহরণ করে নৃশংসভাবে খুন করেছিল বিশাল ও তার সাঙ্গপাঙ্গরা। দেহ ছয় টুকরো করে শেওড়াফুলি ও বৈদ্যবাটির বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়।

আরো পড়ুন :- ভিক্ষুকের আবার অ্যাসিস্ট্যান্ট! এই কাহিনী পড়লে আপনি খিলখিলিয়ে হাসবেন…

তদন্তে নেমে একে একে বিশালের সঙ্গীদের গ্রেপ্তার করে পুলিশ। জেরায় তাঁরাই সন্ধান দিয়েছিলেন, কোথায় কোথায় বিষ্ণুর দেহাংশ ফেলা হয়েছিল। সেই মতো হাত-পা, ধড় উদ্ধার হলেও কাটা মুন্ডুর হদিস মেলেনি। ঘটনার দিন কুড়ি পরে দক্ষিণ ২৪ পরগনার গুলি চালিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছিল বিশাল। তাঁকে জেরা করেই বৈদ্যবাটি খালের ধার থেকে, প্লাস্টিকে মোড়া অবস্থায় বিষ্ণুর কাটা মুণ্ডু উদ্ধার হয়।

আরো পড়ুন :- ভারত এবং চিনের সম্পর্কে নতুন মোড় ! জানুন আসল সত্য

আরো পড়ুন :- রফতানিতে রেকর্ড গড়ল ভারত ! সফল মোদী সরকার

সেই মামলায় গত সোমবার মূল অভিযুক্ত বিশাল দাস এবং তাঁর সাত সঙ্গী— রামকৃষ্ণ মণ্ডল, রথীন সিংহ, রাজকুমার প্রামাণিক, রতন ব্যাপারি, বিনোদ দাস, বিপ্লব বিশ্বাস, মান্তু ঘোষ এবং শেখ মিন্টুকে দোষী সাব্যস্ত করেছিল আদালত।এদিন সাজা ঘোষণা করলেন বিচারক শিবশঙ্কর ঘোষ। মান্তু ঘোষকে সাত বছরের কারাবাসের সাজা শোনানো হয়েছে। বাকিদের ফাঁসির সাজা হয়েছে। শেষ পর্যন্ত দোষীদের ফাঁসির সাজা হওয়ায় খুশি বিষ্ণুর পরিবার।

আরো পড়ুন:এবার মহাসমুদ্রে ডুব দিয়ে এলিয়েন খুঁজবে নাসা, কিভাবে? জানতে হলে পড়ুন

আরো পড়ুন :- NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বেতন ২০,০০০/- টাকা

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- SBI থেকে LPG, OTP! ১ ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে ৪ নিয়ম

আরো পড়ুন :- রাহানে, আইয়ার বা রিঙ্কু সিং! নিজেকে KKR-র অধিনায়ক ঘোষণা করলেন ‘তারকা’

আরো পড়ুন :- বীরভূমের কোর কমিটির চেয়ারম্যান তিনিই, কালীঘাটের বৈঠকের পরেই ঘোষণা অনুব্রতর

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন