বড় ঝটকা! আমকাই দেশে ফিরছেন গৌতম গম্ভীর, চিন্তায় ভারতীয় দল

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

gautam-gambhir

Bangla News Dunia , Rajib : ব্যাক্তিগত কারণে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দ্বিতীয় টেস্টের আগে টিম ইন্ডিয়ার প্লেয়াররা অনুশীলন ম্যাচ খেলতে ক্যানবেরায় যাবে, সেখানে থাকবেন না গৌতম গম্ভীর। আচমকাই ভারতে ফিরতে হচ্ছে তাঁকে। এমনকি অ্যাডিলেড টেস্টের আগে তিনি অস্ট্রেলিয়া যেতে পারবেন কি না, তা নিয়েও রয়েছে সংশয়।

গতকাল সোমবার পারথ টেস্টের চতুর্থ দিনে আয়োজক অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়ে বর্ডার-গাভাস্কার ট্রফিতে ১-০ তে এগিয়ে গিয়েছে ভারতীয় দল। দ্বিতীয় টেস্ট শুরু আগেই ইতিমধ্যে অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। অ্যাডিলেডে তিনিই ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন। টার আগে শনিবার ক্যানবেরায় রয়েছে অনুশীলন ম্যাচ। কিন্তু সেখানে উপস্থিত থাকতে পারবেন না গৌতম গম্ভীর। ভারতীয় দলের হেড কোচ দেশে ফিরছেন।

আরো পড়ুন :- বড় খবর! রেশন কার্ড বাতিল হল কোটি কোটি মানুষের। নাম দেখতে রেশন কার্ড স্ট্যাটাস চেক করুন এই ভাবে

দ্বিতীয় টেস্টে খেলবেন রোহিত শর্মা, শুভমন গিল?

অ্যাডিলেডের দিন-রাতের টেস্টে দলে সুযোগ পেতে পারেন শুভমন গিল ও রোহিত শর্মা। আর এদের নিয়েই এখন চিন্তিত টিম ম্যানেজমেন্ট। প্রথম টেস্টে জয়ের পরেও প্লেয়িং ইলেভেন পরিবর্তন করা চাপের বিষয় হয়ে দাঁড়াবে ম্যানেজমেন্টের পক্ষে। পারথ টেস্টের চতুর্থ দিনেই রোহিত শর্মাকে ড্রেসিং রুমে দেখা গিয়েছিল। উনিও পারিবারিক কারণে প্রথম টেস্টে ভারতীয় দলের অংশ হতে পারেননি। সোমবার রোহিতকে নেটে প্র্যাকটিসও করতে দেখা যায়। ওদিকে চোট সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন শুভমন গিলও। কিন্তু আদৌ কী তিনি প্রথম  একাদশে সুযোগ পাবেন?

আরো পড়ুন :- সরকার আনছে নয়া PAN কার্ড, তাহলে কি ‘অকেজো’ হল পুরনো কার্ড? জানতে পড়ুন বিস্তারিত

বাদ যাবেন দুই প্লেয়ার?

রোহিত শর্মার অধিনায়কত্ব ও শুভমন গিলের মতো স্টার প্লেয়ারের অনুপস্থিতিতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাসিড টেস্ট জিতেছে ভারত। আর এই কারণে অনেকেই জসপ্রীত বুমরাহকেই দলের অধিনায়ক হিসেবে দেখতে চান। ওদিকে, দেবদুত্ত পদিকল ও ধ্রুব জুরেলের থেকে প্রথম টেস্টে তেমন পারফরমেন্স পাওয়া যায়নি। আশা করা হচ্ছে যে, এই দুজনাকে দ্বিতীয় টেস্টে বাদ দেওয়া হতে পারে। আর এই দুজনার জায়গায় রোহিত শর্মা ও শুভমন গিলকে খেলানো হতে পারে।

আরো পড়ুন :- ইজরায়েলে ২৫০ মিসাইল ছুড়ল হেজবোল্লা ! শুরু বদলা নেওয়া

#END

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন