বন্দে ভারত ট্রেন বিশেষ ভাবে তৈরি করা হচ্ছে এই রাজ্যে চালানোর জন্য

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

dsfds

Bangla News Dunia , Rajib : জম্মু ও কাশ্মীরের জন্য বিশেষভাবে তৈরি হচ্ছে বন্দে ভারত ট্রেন। গোটা দেশে যে সব বন্দে ভারত ট্রেন চলে, তার থেকে এই ট্রেন হবে অনেকটাই আলাদা। এই ধরনের বন্দে ভারত ট্রেনে থাকবে তাপ নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা। যার জেরে ট্রেন যাত্রার সময় ঠান্ডায় কষ্ট পাবেন না যাত্রীরা। এর পাশাপাশি বরফ পড়লে যাতে চালকের ট্রেন চালাতে কোনও অসুবিধা না হয়, সেই ব্যবস্থাও থাকবে কাশ্মীরের জন্য তৈরি বিশেষ বন্দে ভারতে।

আরো পড়ুন :- বড় খবর! রেশন কার্ড বাতিল হল কোটি কোটি মানুষের। নাম দেখতে রেশন কার্ড স্ট্যাটাস চেক করুন এই ভাবে

কাশ্মীরে প্রবল ঠান্ডা পড়ে। তাপমাত্রা অনেক জায়গায় শূন্যের কাছাকাছি বা নীচে নেমে যায়। বরফে ঢেকে যায় বিস্তীর্ণ এলাকা। এ রকম আবহাওয়ায় ট্রেনযাত্রার সময় যাত্রীদের যাতে সমস্যা না হয়, সে জন্যই বিশেষভাবে বানানো হচ্ছে বন্দে ভারত। এই ট্রেনের বাথরুমে মিলবে গরম জল। বরফের মধ্যেও ট্যাঙ্কের জল যাতে গরম থাকে তার জন্য বিশেষ ব্যবস্থা করা হবে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক রেলের এক সিনিয়র আধিকারিক বলেছেন, ‘কাশ্মীরে যাত্রার জন্য বন্দে ভারত চেয়ার কারের ডিজ়াইন মডিফাই করা হচ্ছে। তাতে জলের কল এবং ট্যাঙ্কের জন্য থাকবে বিশেষ হিটিং অ্যারেঞ্জমেন্ট। কাশ্মীরে চলা বন্দে ভারত ট্রেনের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা করা হবে।’ কম ঠান্ডায় জল জমে যাতে বরফ না হয়ে যায়, সে জন্য জলের ট্যাঙ্কে সিলিকন হিটিং প্যাড থাকবে।

বরফাবৃত অবস্থায় ট্রেন চালাতে চালকদের যাতে অসুবিধা না হয়, তার জন্যও বিশেষ ব্যবস্থা থাকবে কাশ্মীরের জন্য বিশেষ ভাবে তৈরি বন্দে ভারতে। ট্রেনের সামনের কাচ হিটিং এলিমেন্ট দিয়ে তৈরি করা হবে। যার জেরে বরফ কাচে পড়লেও তা গলে যাবে। ব্রেক সিস্টেমেও থাকবে এয়ার ড্রায়ার মেকানিজ়ম। ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেমেও ইনসুলেশনের ব্যবস্থা করা হবে।

আরো পড়ুন :- সরকার আনছে নয়া PAN কার্ড, তাহলে কি ‘অকেজো’ হল পুরনো কার্ড? জানতে পড়ুন বিস্তারিত

কাশ্মীর এবং মূল ভূখণ্ডের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নতিতে উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেলপথ তৈরির কাজ চলছে। সেই কাজ প্রায় শেষের পথে। ওই রেলপথেই তৈরি হয়েছে বিশ্বের উচ্চতম চেনাব ব্রিজ। এই অর্থবর্ষেই ওই রেলরুটে যাত্রী পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে ভারতীয় রেলের। ওই এলাকার জন্য বিশেষ ভাবে তৈরি করা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস।

#END

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন