বরাদ্দ ২৯৯ কোটি, DA দাবির মাঝেই গ্রুপ ডি কর্মীদের বেতন বাড়াল পশ্চিমবঙ্গ সরকার

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

West-Bengal-Government-announce-Salary-Hike-for-ESI-Contractual-Group-D-employees

Bangla News Dunia , Rajib : রাজ্য সরকারের সাথে মহার্ঘ্য ভাতা (Dearness Allowance) নিয়ে কর্মচারীদের বিরোধ আজ কয়েকবছর হল জারি রয়েছে। দফায় দফায় আন্দোলন থেকে বিক্ষোভ প্রদর্শন হলেও লেভার লাভ কিছুই হয়নি। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এমাসের শুরুতেই পুনরায় ৩% DA বৃদ্ধির ঘোষণা করা হলেও রাজ্যের তরফ থেকে কোনো ঘোষণা মেলেনি। তবে বছর শেষ হওয়ার আগেই কিছু গ্রূপ ডি কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার।

বেতন বৃদ্ধির ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার

নভেম্বর মাসের শেষ বেলাতেই চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের জন্য খুশির খবর দিল রাজ্য সরকার। রাজ্যের ইএসআই হাপাতালগুলিতে (ESI Hospital) চুক্তির হিসাবে প্রচুর কর্মী নিয়োগ করা হয়েছিল। যাদের মাসিক ১২,০০০ টাকা বেতন দেওয়া হত। তবে এবার সেটা ৩০০০ টাকা বাড়িয়ে ১৫,০০০ টাকা করার ঘোষণা করা হল। স্বাভাবিকভাবেই এমন সিদ্ধান্তে দারুণ খুশি কর্মীরা।

৩০০০ টাকা বাড়ল বেতন

ইতিমধ্যেই সরকারের তরফ থেকে বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যার ফলে রাজ্যের বিভিন্ন ESI হাসপাতালে কর্মরত ৮১৮ জন চুক্তিভিত্তিক কর্মীদের বেতন তিন হাজার টাকা করে বাড়িয়ে দেওয়া হল। বিজ্ঞপ্তিতে এমাস অর্থাৎ নভেম্বর থেকেই বেতন বৃদ্ধির কথা জানানো হয়েছে।

বেতন বৃদ্ধির জন্য বরাদ্দ ২৯৯ কোটি

এবছর রাজ্যের বাজেট প্রকাশের সময়েই চুক্তির ভিত্তিতে নিয়োগ হওয়া কর্মীদের বেতন বৃদ্ধির কথা জানানো হয়েছিল। একইসাথে বেতন বৃদ্ধির জন্য ২০২৪-২৫ অর্থবর্ষে ২৯৯ কোটি টাকা বরাদ্দ করা হয়। এবার সেই প্রতিশ্রুতি অনুযায়ী চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করা হল।

প্রসঙ্গত, ২০১৩ সালে মন্ত্রীসভাতে রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে চুক্তির ভিত্তিতে কর্মী নেওয়ার প্রস্তাবনা পাশ হয়। মন্ত্রিসভার অনুমোদন পাশ হওয়ার পরেই বিভিন্ন অফিসে চুক্তির ভিত্তিতে কর্মী নেওয়া হয়। এভাবেই ESI হাসপাতালে মোট ৮১৮ জন কন্ট্রাকচুয়াল কর্মী নেওয়া হয়েছিল।

#END

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন