বিক্রি হয়ে গেল পূর্ব ভারত তথা কলকাতার সবথেকে বড় আইটি পার্ক

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

dlf-1-in-new-town-kolkata

Bangla News Dunia , Rajib : কলকাতার আইটি পার্ক (Kolkata IT Park) নিয়ে বড় সিদ্ধান্তের পথে হাটল ডিএলএফ । আসলে দেশের বৃহত্তম রিয়েল এস্টেট সংস্থা ডিএলএফ (DLF) তার কলকাতা টেক পার্ক ১ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। আরডিবি প্রাইমার্ক টেকনো পার্ক এলএলপি (প্রাইমার্ক এবং আরডিবি গ্রুপের একটি অনুমোদিত) এর কাছে মোট ৬৩৭ কোটি টাকায় বিক্রি করার পরিকল্পনা করেছে।

বড় আইটি পার্ক বিক্রি করার সিদ্ধান্ত DLF -র

কলকাতা টেক পার্ক ১ পূর্ব ভারতের বৃহত্তম আইটি পার্কগুলির মধ্যে একটি যার মোট লিস এলাকা প্রায় ১.৪৯ মিলিয়ন বর্গফুট। এটি USGBC থেকে একটি এলইইডি প্ল্যাটিনাম সার্টিফাইড বিল্ডিং। আন্তর্জাতিক স্তরের প্রযুক্তিবিদরা এই জায়গায় থাকেন। ডিএলএফ রেন্টাল বিজনেসের ভাইস চেয়ারম্যান ও এমডি শ্রীরাম খট্টর জানিয়েছেন, “এটি আমাদের মূল সম্পদের মধ্যে এম্বেড করা মূল্যের প্রতিফলন যা বছরের পর বছর ধরে ভাল মানের ভাড়াটে অংশীদার এবং সম্পদ পরিচালনার সাথে তৈরি করা হয়েছে। এটি শেয়ারহোল্ডারদের মান ক্রমাগত বাড়ানোর জন্য আমাদের প্রতিশ্রুতিও প্রদর্শন করে।”

এদিকে প্রাইমার্ক গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এবং ক্রেডাই বেঙ্গলের প্রেসিডেন্ট সিদ্ধার্থ পানসারি বলেন, ‘আমরা এই লেনদেন নিয়ে উচ্ছ্বসিত যা আমাদের বৃদ্ধি এবং বৈচিত্র্যকরণের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি বাংলার প্রযুক্তি বাস্তুতন্ত্রে আমাদের অবদানকে শক্তিশালী করবে এবং আমরা ডিএলএফের শিক্ষা, সিস্টেম এবং প্রক্রিয়া থেকে প্রচুর উপকৃত হব।

চমকে গেলেন সকলে

এদিকে, মুম্বইয়ের রিয়েলটি মেজর ম্যাক্রোটেক ডেভেলপার্স প্রায় ৪৮ কোটি টাকায় ফিনিক্স লজিস্টিকস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পার্কস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে জানুস লজিস্টিকস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পার্কস প্রাইভেট লিমিটেডের (জেএলআইপিপিএল) ১০০% ইক্যুইটি শেয়ার অধিগ্রহণ করেছে। জেএলআইপিপিএল, যা গুদামজাতকরণ এবং লজিস্টিক সম্পদের নির্মাণ ও বিকাশের ব্যবসায়ের সাথে জড়িত, গত ৩ বছর ধরে মোট টার্নওভার শূন্য কারণ জেএলআইপিপিএলের কোনও ব্যবসায়িক কার্যক্রম নেই। ম্যাক্রোটেক ডেভেলপাররা বলেন, “ডিজিটাল অবকাঠামো যেমন শিল্প ও লজিস্টিকগুলিতে ক্রমাঙ্কিত বৃদ্ধির জন্য আমাদের পরিকল্পিত কৌশল অনুসরণ করে এই অধিগ্রহণ করা হয়েছে। “

আরো পড়ুন :- রফতানিতে রেকর্ড গড়ল ভারত ! সফল মোদী সরকার

আরো পড়ুন:এবার মহাসমুদ্রে ডুব দিয়ে এলিয়েন খুঁজবে নাসা, কিভাবে? জানতে হলে পড়ুন

আরো পড়ুন :- NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বেতন ২০,০০০/- টাকা

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- SBI থেকে LPG, OTP! ১ ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে ৪ নিয়ম

আরো পড়ুন :- রাহানে, আইয়ার বা রিঙ্কু সিং! নিজেকে KKR-র অধিনায়ক ঘোষণা করলেন ‘তারকা’

আরো পড়ুন :- বীরভূমের কোর কমিটির চেয়ারম্যান তিনিই, কালীঘাটের বৈঠকের পরেই ঘোষণা অনুব্রতর

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন