বীরভূমের কোর কমিটির চেয়ারম্যান তিনিই, কালীঘাটের বৈঠকের পরেই ঘোষণা অনুব্রতর

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

vdvd

Bangla News Dunia , Rajib : বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের কোর কমিটির চেয়ারম্যান কে? জামিনে ছাড়া পেয়ে অনুব্রত তিহাড় জেল থেকে বেরোনোর পরেই শুরু হয় জল্পনা। সপ্তাহ দুয়েক আগে কোর কমিটির বৈঠকে অনুব্রত মণ্ডলকে কমিটির সদস্যও করা হয়। তবে, বিষয়টি নিয়ে মতানৈক্য ছিলই। কালীঘাটে তৃণমূলের মেগা বৈঠকের পর বুধবার অনুব্রত মণ্ডল স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, তিনিই কমিটির চেয়ারম্যান।

সোমবার কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্ম সমিতির বৈঠক ছিল। সেখানেই উপস্থিত ছিলেন কমিটির সদস্য অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, এই বৈঠকের মাঝেই অনুব্রত মণ্ডলকে আলাদা করে ডেকে নিয়ে প্রায় ১৫ মিনিট কথা বলেন দলনেত্রী। সেই প্রসঙ্গ টেনেই এ দিন অনুব্রত মণ্ডল বলেন, ‘দলনেত্রী আমায় বলেন, বীরভূমে তো কোর কমিটি করা আছে। তার কনভেনার বিকাশ রায় চৌধুরী আর তুমি হলে চেয়ারম্যান।’ এরই সঙ্গে তাঁর সংযোজন, ‘সবাইকে নিয়েই চলা উচিত আমি মনে করি। এতে দলের আরও ভালো হবে।’

যদিও,কোর কমিটির বৈঠকের পরেই বীরভূমের সাংসদ শতাব্দী রায়কে বলতে শোনা যায়, ‘আমি যতটুকু জানি উনি সদস্য হয়েছেন। আগে ৬ জন ছিল, এখন হয়েছে ৭ জন। চেয়ারম্যান কেউ হলে তো দলের তরফ থেকে বা কোর কমিটির তরফ থেকে একটি প্রেস মিট করে জানানো হতো।’ একই সুর শোনা যায় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের গলাতেও। কাজল বলেন, ‘কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী ছিলেন, তিনিই থাকবেন। অনুব্রত মণ্ডল আমাদের অভিভাবক, তিনি এই কমিটির অন্তর্ভুক্ত হয়েছেন। কমিটির সদস্য ছয় থেকে সাত হয়েছে।’ তবে, বিতর্কের মাঝেই বুধবার অনুব্রত স্পষ্ট করে দিলেন, জেলায় কোর কমিটির লাগাম থাকছে তাঁর হাতেই।

অনুব্রত মণ্ডলের এই বক্তব্যের পর কোর কমিটির অন্যতম সদস্য তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ‘দলনেত্রী যা বলবেন, সেটাই শিরোধার্য। অন্য কে কী বলল, সেটা বিষয় না, ওঁর কথাই শেষ কথা।’ যদিও, বিষয়টি নিয়ে জেলার অন্য কোনও নেতা প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি।

#END

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন