ভয়ঙ্কর ঘটনার ছক ! দু’মাস কলকাতায় ৫ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা পুলিশের

By Bangla news dunia Desk

Published on:

Manoj Verma

Bangla News Dunia, দীনেশ :- কয়েক সপ্তাহের মধ্যেই ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। এমন খবর রয়েছে কলকাতা পুলিশের কাছে। এই মর্মে, বুধবার বিবৃতি দিয়ে কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা জানান আগামী ২ মাস ৫ জনের বেশি জমায়েত করা যাবে না। শহরের একাংশে ৫ জনের উপর, বা বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ।

আরো পড়ুন:- বর্ষাকালে কমবে বিদ্যুৎ বিল, এই কাজগুলি করলেই হবে

বৌবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা এবং ধর্মতলা এলাকায় কে সি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউসের দিকের এলাকায় কোনও রকমের বড় জমায়েত করা যাবে না। এমনকি লাঠি, বা কোনও অস্ত্র দেখতে পেলেও কড়া ব্যবস্থা নেওয়া হবে তাঁর বিরুদ্ধে।

আরো পড়ুন:- দেউচা পাঁচামির পর হদিশ আরও একটি কয়লা খনির! কপাল খুলতে চলেছে রাজ্যবাসীর।প্রচুর কর্মসংস্থানের সম্ভাবনা

১৬৩ ধারা মেনে এই নিষেধাজ্ঞা জারি করছে পুলিশ। এই নিয়ম লাগু ২৫ সেপ্টেম্বর থেকে, চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। এই দু’মাস কোনওরকমের জমায়েতেরই অনুমতি পাওয়া যাবে না বলে সাফ জানিয়ে দিল পুলিশ। এদিকে আরজি কর কাণ্ডের প্রতিবাদে এখনও দফায় দফায় প্রতিবাদ কর্মসূচি চলছে। দুর্গাপুজোর ভিড়ে, কোনওরকমের অস্বস্তিকর ঘটনা এড়াতেও কোমর বাঁধছে পুলিশ।

#End

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন