মধ্যরাতের অভিযানে ছত্রভঙ্গ ইমরানের সমর্থকরা, দফা রফা আন্দোলনের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

jkkl

Bangla News Dunia , Rajib : ব্যাপক বিক্ষোভের মধ্য়ে, মঙ্গলবার রাতে কারাগার থেকেই পাক নাগরিক এবং তাঁর দলের সমর্থকদের ‘শেষ পর্যন্ত লড়াই’ করার বার্তা দিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু, মধ্যরাতে কড়া হাতে এই আন্দোলন দমন করা শুরু করে পাক সরকার। অবশেষে, বুধবার ইসলামাবাদে তাদের এই বিক্ষোভ শেষ করতে বাধ্য হল ইমরান খানের দল। ইমরানকে কারাগার থেকে মুক্তি দেওয়ার দাবিতেই এই বিক্ষোভ শুরু করেছিল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দল। বিক্ষোভ চলাকালীন, ইমরান সমর্থক এবং পুলিশের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। ছয় পুলিশ কর্মী নিহত হন এবং দুই পক্ষের বেশ কয়েক জন আহত হয়।

মঙ্গলবার সন্ধ্যায়, ইমরান খানের স্ত্রী বুসরা বিবি এবং খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গন্ডাপুরের নেতৃত্বে ইসলামাবাদের ডি-চক এলাকায় পৌঁছে গিয়েছিল পিটিআই সমর্থকরা। এই এলাকায় পাকিস্তানের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর কার্যালয়, সুপ্রিম কোর্ট, সংসদ ভবনের মতো গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলি রয়েছে। সেখানে অবস্থানে বসেছিলেন পিটিআই কর্মী-সমর্থকরা। মধ্যরাতের দিকে, পুলিশ এবং পাকিস্তানি রেঞ্জাররা সেখান থেকে বিক্ষোভকারীদের সরাতে অভিযান শুরু করে।

আরো পড়ুন :- বড় খবর! রেশন কার্ড বাতিল হল কোটি কোটি মানুষের। নাম দেখতে রেশন কার্ড স্ট্যাটাস চেক করুন এই ভাবে

পাক পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্যরাতের অভিযানে প্রায় ৪৫০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এই সংখ্য়াটা আরও বাড়তে পারে বলে জানিয়েছে তারা। পাক টেলিভিশন চ্যানেলগুলির ফুটেজে দেখা গিয়েছে, বিত্রোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের গোলা ছুড়ছে পুলিশ। তবে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের অভিযোগ, বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। তাদের দাবি, যত বেশি সম্ভব বিক্ষোভকারীদের হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তারা আঙুল তুলেছে, পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি এবং সেনা প্রধান জেনারেল আসিম মুনিরের দিকে। এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছে।

পরে, পিটিআই দলের তথ্য সচিব, শেখ ওয়াকাস আক্রম সোশ্যাল মিডিয়ায় জানান, গন্ডাপুর এবং বুসরা বিবি দুজনেই নিরাপদে আছেন। তবে, তাঁরা কোথায় আছেন, তা তিনি জানাননি। জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, তাঁরা ইসলামাবাদ থেকে পেশোয়ারে ফিরে গিয়েছেন। পিটিআই দলও আপাতত তাদের আন্দোলন শেষ করেছে।

এদিকে, পাকিস্তান ,সরকারের দাবি, পিটিআই দলের এই আন্দোলনের পিছনে বিদেশি শক্তির হাত রয়েছে। আফগান নাগরিকদের অংশগ্রহণে এই বিক্ষোভ আয়োজন করা হয়েছিল। পাক তথ্যমন্ত্রীর দাবি, সংসদ এবং অন্যান্য সরকারি ভবনগুলিতে হামলা চালানোর এবং সরকারি কর্তাদের নিশানা করার পরিকল্পনা করেছিল পিটিআই।

প্রসঙ্গত, ২০২৩-এর অগস্ট থেকে কারাগারে আছেন ইমরান খান। জেল থেকেই তিনি ২৪ নভেম্বর দেশব্যাপী আন্দোলন শুরুর ডাক দিয়েছিলেন। ২০২২-এ সংসদে অনাস্থা প্রস্তাব এনে তাঁকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। তারপর থেকে মামলায়-মামলায় জর্জরিত তিনি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে নির্বাচন হয়। দলীয় প্রতীকে লড়ার অধিকার ছিল না তাঁর দলের। তাই, তাঁর দলের প্রার্থীরা নির্দল প্রার্থী হিসেবে লড়েছিলেন। সেই ‘নির্দল’রাই সর্বাধিক আসন জিতলেও, যেহেতু তারা কোনও দল হিসেবে লড়েনি, তাই পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ বা পিএমএল-এন এবং পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি-র জোটকে সরকার গঠন করতে দেওয়া হয়। তার পর থেকেই নাগারে ইমরান, বর্তমান সরকারের বিরুদ্ধে মানুষের রায় ‘চুরি’র অভিযোগ করে চলেছেন।

#END

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন