মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে আজই বৈঠকে, তবে কি মুখ্যমন্ত্রী পদে ফড়নবিশেই সিলমোহর ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Eknath-Shinde

 

Bangla News Dunia, দীনেশ :- মহারাষ্ট্রে (Maharashtra) সরকার গঠন নিয়ে আজই বৈঠকে বসতে চলেছে এনডিএ (NDA)। সূত্রের খবর বৈঠক থেকেই পরবর্তী মহায্যুতি (Mahayuti) সরকারের মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হতে পারে। বুধবার এনিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শায়ের সঙ্গে কথা বলেন শিবসেনা (শিণ্ডে) গোষ্ঠীর নেতা একনাথ শিণ্ডে (Eknath Shinde)। তারপরই শিণ্ডে ঘোষণা করে দেন প্রধানমন্ত্রী (বিজেপি) মুখ্যমন্ত্রী পদে যাকে ঠিক করবে তিনি তাঁকেই মেনে নেবেন।

আরো পড়ুন :- রফতানিতে রেকর্ড গড়ল ভারত ! সফল মোদী সরকার

আরো পড়ুন :- ভারত এবং চিনের সম্পর্কে নতুন মোড় ! জানুন আসল সত্য

এরপরই মনে করা হচ্ছে, অচলাবস্থা কাটিয়ে সরকার গঠনের পথ সুগম হতে চলেছে। সূত্রের খবর, বিজেপির থেকেই কাউকে প্রধানমন্ত্রী করা হবে। ২ শরিকের জন্য বরাদ্দ রাখা হবে দু’টি উপমুখ্যমন্ত্রীর পদ। বিগত সরকারেও বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ ও এনসিপির অজিত পাওয়ারের জন্য উপমুখ্যমন্ত্রীর পদ বরাদ্দ করেছিল বিজেপি-শিণ্ডে জোট। এবারও সেই পথেই হাঁটতে পারে এনডিএ। নির্বাচনের ফলপ্রকাশের পর চার দিন কাটতে চলেছে। বিজেপি নেতৃত্বাধীন মহায্যুতি জোট ২৩৫টি আসনে জয়ী হয়েছে।কিন্তু মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম এখনও চূড়ান্ত হয়নি।

আরো পড়ুন :- ভিক্ষুকের আবার অ্যাসিস্ট্যান্ট! এই কাহিনী পড়লে আপনি খিলখিলিয়ে হাসবেন…

তাই নিয়েও এবার কটাক্ষ আসছে বিরোধী শিবির থেকে। শিব সেনার উদ্ধব শিবিরের প্রশ্ন, “মুখ্যমন্ত্রীর নাম ঘোষণায় এত দেরি কেন?” বিজেপি সূত্রের খবর, আরএসএস দেবেন্দ্র ফড়নবিশকেই (Devendra Fadnavis) মুখ্যমন্ত্রী পদে চাইছে। এনসিপি নেতা অজিত পাওয়ারও আগেই জানিয়ে রেখেছেন তিনি ফড়নবিশকে চান। ফলে এক্ষেত্রে ফড়নবীশের পাল্লা ভারী। আজকের বৈঠকে সেই ফড়নবিশেই আস্থা রাখার সম্ভাবনা প্রবল।

আরো পড়ুন:এবার মহাসমুদ্রে ডুব দিয়ে এলিয়েন খুঁজবে নাসা, কিভাবে? জানতে হলে পড়ুন

আরো পড়ুন :- NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বেতন ২০,০০০/- টাকা

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন