‘মুখ খুললে সরকার পড়ে যাবে’ বলা বিকাশকে বড় স্বস্তি দিল হাইকোর্ট

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Calcutta-High-Court-6

Bangla News Dunia , Rajib : রাজ্যে একের পর এক দুর্নীতির মামলার জটে প্যাঁচ খেতে খেতে রীতিমত প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে শাসকদলের বেশ কিছু নেতার। রেশন দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার কাণ্ড থেকে গোরু পাচার কাণ্ড কোনোটাই বাদ যাচ্ছে না। এদিকে কিছুদিন আগেই আবার কয়লা এবং গরু পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করে কালীঘাট থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে নিজের দাদার মেয়েকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠে আসে। এইমুহুর্তে আদালতের নির্দেশে এখন পুলিশ হেফাজতে রয়েছেন বিকাশ।

এদিন পুলিশ হেফাজতে নিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই, প্রিজন ভ্যানে বিকাশ মিশ্র সাংবাদিকদের সামনে চিৎকার করে বলতে শুরু করেছিল, “আমাকে মারার চক্রান্ত চলছে। আমাকে মারার চক্রান্ত চলছে। আমি মুখ খুললে সরকার পড়ে যাবে।” খানিকটা উত্তেজিত হয়ে চিৎকার করতে থাকেন বিকাশ। কিন্তু পুলিশরা কোনো সময় অপচয় না করে সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে দ্রুত চলে যায় প্রিজন ভ্যানে। যার ফলে রাজ্য সরকারের প্রতি সন্দেহের আঁচ আরও বাড়ছিল। আর সেই রেশ থাকতে না থাকতেই এবার বড় জয় পেল বিকাশ।

আরো পড়ুন :- বড় খবর! রেশন কার্ড বাতিল হল কোটি কোটি মানুষের। নাম দেখতে রেশন কার্ড স্ট্যাটাস চেক করুন এই ভাবে

বড় জয় বিকাশের!

এমনিতেই কয়লা পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত হিসেবে তালিকায় রয়েছে বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র। গরু পাচার মামলাতেও রয়েছে তাঁর নাম। যার জন্য ২০২১ সালে তাঁকে গ্রেফতার করে CBI। পরে যদিও আদালত একাধিক শর্ত দিয়ে জামিনে ছাড়া দেন বিকাশকে। জামিনের সময় বিকাশকে আদালত শর্ত দিয়েছিল যে, কলকাতার বাইরে তিনি যেতে পারবে না এবং প্রতি সপ্তাহে CBI অফিসে হাজিরা দিতে হবে। কিন্তু জামিনের এই দুই শর্ত কোনো ভাবেই মানতে চাননি বিকাশ। তাই আদালতের এই দুই শর্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন বিকাশ।

আরো পড়ুন :- সরকার আনছে নয়া PAN কার্ড, তাহলে কি ‘অকেজো’ হল পুরনো কার্ড? জানতে পড়ুন বিস্তারিত

শাস্তির পরিমাণ অনেকটাই কমাল উচ্চ আদালত

আর আজ সেই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি শুভেন্দু সামন্তর ডিভিশন বেঞ্চ বড় নির্দেশ দেয়। বিকাশের ওপর আরোপ করা দুই শর্তগুলি খানিক শিথিল করল কলকাতা হাইকোর্ট। এদিন দুই বিচারপতির বেঞ্চ জানায়, কলকাতার বাইরে যেতে পারবেন তিনি। তবে কোনওভাবেই আদালতের কাজ ছাড়া পশ্চিম বর্ধমান যেতে পারবেন না তিনি। এমনকি রাজ্যের বাইরেও বেরোতে পারবেন না। পাশাপাশি প্রতি সপ্তাহের বদলে মাসে একবার CBI এর অফিসে হাজিরা দিতে হবে। যার ফলে বিকাশ মিশ্রের শাস্তির পরিমাণ কিছুটা হলেও লাঘব করা হয়েছে।

আরো পড়ুন :- ইজরায়েলে ২৫০ মিসাইল ছুড়ল হেজবোল্লা ! শুরু বদলা নেওয়া

#END

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন