‘মুখ খুললে সরকার পড়ে যাবে’, কে এই বিকাশ মিশ্র, কেন এত বড় দাবি করছেন? জানতে পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ‘আমি মুখ খুললে সরকার পড়ে যাবে।’ প্রিজন ভ্যান থেকে চিৎকার করে বললেন কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্র। সোমবার আসানসোল আদালতে কয়লা পাচারকাণ্ডে সিবিআইয়ের চার্জ গঠনের কথা। আর তার আগেই রবিবার পকসো আইনে আলিপুর আদালতে বিকাশকে তোলা হয়। নিজেদের হেফাজতে নেওয়ার দাবি জানায় কলকাতা পুলিশ।

রবিবার আদালতের বাইরে প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল বিকাশকে। সেই সময়েই সংবাদমাধ্যমের উদ্দেশে চিৎকার করতে শুরু করেন বিকাশ। চেঁচিয়ে বলতে থাকেন, ‘আমি মুখ খুললে সরকার পড়ে যাবে।’ সেই কারণে তাঁকে ‘মারার চক্রান্ত চলছে’ বলে বিস্ফোরক দাবি করেন তিনি।

এমনকি আদালতেও বিকাশের আইনজীবীও তাঁকে কলকাতা পুলিশের হেফাজতে না দেওয়ার আর্জি জানান। নয়তো তাঁর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে দাবি করেন।

আরো পড়ুন:কলকাতাতেও বিষাক্ত বাতাস, দায়ী বিরিয়ানিও? পরিবেশবিদরা কি বলছেন, জানুন

 

কিন্তু কে এই বিকাশ মিশ্র, যিনি এত বড় দাবি করছেন?

কয়লা পাচার কাণ্ডের অন্যতম পাণ্ডা হিসাবে অভিযুক্ত বিনয় মিশ্র। তাঁরই ভাই বিকাশ মিশ্র। বিনয় এখন দেশ থেকে পলাতক। শোনা যায়, সম্ভবত মধ্যপ্রাচ্য়ের কোনও দেশে আছেন তিনি। এদিকে বিকাশকে কয়লা ও গরু পাচারের দুই মামলাতে গ্রেফতার করেছিল সিবিআই। দীর্ঘদিন আসানসোল সংশোধনাগারে ছিলেন। পরে জামিন পেলেও প্রতি সপ্তাহে সিবিআই দফতরে হাজিরা দিতে যেতে হয় তাঁকে। আসানসোলে কয়লা পাচার চক্রের অন্য়তম মাথা মনে করা হয় এই বিকাশকে।

এর আগে বিরোধীরা একাধিকবার বিনয়-বিকাশের সঙ্গে শাসকদলের যোগের দাবি তুলেছেন। এমনই প্রেক্ষাপটে বিকাশের বিরুদ্ধে নাবালিকাকে হেনস্থার অভিযোগ তুললেন তাঁর বৌদি-ই।

বিকাশের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তাঁরই বৌদি

বিকাশের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তাঁরই দাদা বিনয় মিশ্রের স্ত্রী। তাঁর ও তাঁর নাবালিকা মেয়ের উপর অত্যাচারের অভিযোগ জানিয়েছেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করে কালীঘাট থানা। বিকাশের বিরুদ্ধে পকসো আইন, শ্লীলতাহানি, কুটুক্তি, যডযন্ত্র, ভয় দেখানো, খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আরো পড়ুন:– লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, বিধবা ভাতা সহ একাধিক প্রকল্পের টাকা পেতে নতুন নিয়ম, না জানলে সমস্যায় পড়বেন

আরো পড়ুন:- ২৯০০ কোটি টাকা বরাদ্দ নবান্নর, উপকৃত হবেন ১ কোটি ৭ লক্ষ মানুষ, বড় প্রকল্প রাজ্য সরকারের

#END

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন