মুসলিম ওয়াকফ বোর্ড বিলের বিরোধিতায় সমাবেশের ডাক তৃণমূলের, জানুন কবে সভা ?

By Bangla News Dunia Dinesh

Published on:

mamata abhishek

Bangla News Dunia, দীনেশ :- এবার ওয়াকফ বিলের বিরোধিতায় পথে নামবে তৃণমূল কংগ্রেস। আগামী ৩০ নভেম্বর সভা ডাকা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। এই সমাবেশ হবে রানি রাসমণি রোডে। সেখানে প্রধান বক্তা হিসেবে থাকছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে থাকছেন ফিরহাদ হাকিম সহ অন্যান্যরা।

আরো পড়ুন :- বিশ্ব বাণিজ্যে চিনকে টক্কর দিতে প্রস্তুত ভারত !

এদিন অধিবেশন শুরু হতেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা হবে সেই বৈঠকে। চলতি সপ্তাহেই নব নির্বাচিত ৬ বিধায়কদের শপথ গ্রহণ হতে চলেছে। এই নিয়ে  রাজ্যপালকে চিঠিও দেওয়া হ্সয়েছে।  ২৭ নভেম্বর তাঁদের শপথ গ্রহণ হতে পারে।’

আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?

আরো পড়ুন :- অবশেষে ২০২৫ সালে জনগণনা ! কতটা রাজনৈতিক সুবিধা পাবে বিজেপি ?

অন্যদিকে, সংসদের শীতকালীন অধিবেশন শুরুর ঠিক আগে বৈঠকে বসেছিলেন ইন্ডিয়া জোটের শরিকরা। তাঁরা দেখা করেন স্পিকার ওম বিড়লার সঙ্গে। তাঁদের অভিযোগ, ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির পর্যালোচনা এখনও অসম্পূর্ণ। তাদের বক্তব্য, অগস্ট থেকে এখনও পর্যন্ত জেপিসির ২৫টি বৈঠক হয়েছে। কিন্তু, সবার বক্তব্য এখনও শোনা সম্পূর্ণ হয়নি। স্পিকারের সঙ্গে বৈঠকের পর আপ সাংসদ সঞ্জয় সিং বলেন, জেপিসির মেয়াদ বাড়ানো হবে বলে আশ্বাস দিয়েছেন স্পিকার। ১৫ দিনের মধ্যে পরবর্তী বৈঠক ডাকা হবে।

আরো পড়ুন :- NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বেতন ২০,০০০/- টাকা

#END

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন