‘মেক ইন ইন্ডিয়া’র জয়জয়কার! স্বদেশী পিনাকা রকেট লঞ্চার সিস্টেমের রফতানি শুরু করল ভারত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Pinaka-Rocket-Launcher

Bangla News Dunia , Rajib : সাম্প্রতিককালে ভারত সামরিক প্রতিরক্ষা ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গঠন করে চলেছে। ভারতীয় প্রযুক্তিতে তৈরি সমরাস্ত্র ও সেই সংক্রান্ত সরঞ্জাম বিদেশে রফতানি করার বিষয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছে নয়াদিল্লিতে। সূত্রের দাবি, সেই কাজে ভারত সরকার অনেকাংশে সফলও হয়েছে। কারণ, প্রতিরক্ষা সরঞ্জাম রফতানির পরিমাণ ২০১৪ সালের তুলনায় বর্তমানে প্রায় তিনগুণ বেড়েছে। আর এই আবহেই এবার পিনাকা রকেট সিস্টেম (Pinaka Rocket System) এর প্রথম ব্যাচ সরবরাহ হল আর্মেনিয়ায়।

আরো পড়ুন :- রাষ্ট্রপতিকে খুন করতে সুপারি দিলেন উপরাষ্ট্রপতি! দেশ জুড়ে চূড়ান্ত ডামাডোল

পিনাকা সিস্টেম এর বিশেষত্ব

কিছুদিন আগেই DRDO পিনাকা রকেট সিস্টেম সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষা করা হয়েছিল। নাগপুরের সংস্থা সোলার ইন্ডাস্ট্রিজ-এর ইকোনমিক এক্সপ্লোসিভ লিমিটেড এবং সরকারের মালিকানাধীন মিউনিশনস ইন্ডিয়া লিমিটেড এর দীর্ঘ প্রচেষ্টার ফল হল এই রকেটগুলি। হিন্দু দেবতা মহাদেবের ধনুকের নামানুসারে এর নামকরণ করা হয়েছে পিনাকা। এই সিস্টেমটি দ্রুত মোতায়েন এবং উচ্চ মাত্রার ফায়ার পাওয়ারের জন্য ডিজাইন করা হয়েছে। পিনাকা পদ্ধতি ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রাগারে বেশ কয়েকটি অপারেশনের সময় এর কার্যকারিতা প্রমাণ করেছে। এটি সহজেই এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়। এটি চাকাযুক্ত এবং ট্র্যাক করা যানবাহনে স্থাপন করা যেতে পারে।

আরো পড়ুন :- আবারও বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ !

আর এই রকেট সিস্টেম নিয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে স্বয়ং ফ্রান্সের সরকার। চলতি বছর ফ্রান্সের প্রতিনিধিরা যখন ভারত সফরে এসেছিলেন, সেই সময়েই এই রকেট সিস্টেম নিয়ে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের কাছে এ নিয়ে আগ্রহ প্রকাশ করেন তাঁরা। উচ্চ-পর্যায়ের সেই বৈঠকে এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বিবৃতিতে কী বলা হয়েছে?

আর এই আবহেই গত শনিবার, ভারতীয় প্রতিরক্ষা গবেষণা শাখা জানিয়েছে যে পিনাকা মাল্টি-ব্যারেল রকেট লঞ্চার সিস্টেম অর্থাৎ MRBL এর প্রথম ব্যাচ চলতি মাসের শুরুতে আর্মেনিয়ায় সফলভাবে পাঠানো হয়েছে। এই ডেলিভারি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তির একটি অন্যতম এবং গুরুত্বপূর্ণ অংশ। যেটি কিনা ভারতের প্রতিরক্ষা রফতানির জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়েছে। আসলে বহুদিন ধরেই আজারবাইজানের সঙ্গে আর্মেনিয়ার বিরোধ চলছে। পাকিস্তান থেকে অস্ত্র পাচ্ছে আজারবাইজান। তাই এমন পরিস্থিতিতে, ভারতের পিনাকা মাল্টিপল-লঞ্চ রকেট সিস্টেম আর্মেনিয়ার জন্য খুবই সহায়ক হতে পারে বলে মনে করছে অনেকে।

আরো পড়ুন :- NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বেতন ২০,০০০/- টাকা

বিগত দুই বছর আগে সংশ্লিষ্ট দুই পক্ষের মধ্যে বোঝাপড়া ও সহমতের ভিত্তিতে ভারতীয় ও আর্মেনিয়ান ফার্মের মধ্যে পিনাকা সমরাস্ত্রগুলির বেচাকেনা নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। আর তার ভিত্তিতেই অস্ত্র সরবরাহ করা হয়েছে। এইমুহুর্তে রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, যে তিনটি দেশ ভারতের কাছ থেকে সবথেকে বেশি পরিমাণে সামরিক অস্ত্র কিনছে, তাদের মধ্যে আর্মেনিয়া হল অন্যতম। এছাড়াও, ফ্রান্স ও আমেরিকা ভারতের কাছ থেকে যথেষ্ট পরিমাণে অস্ত্র সরঞ্জাম কিনতে চলেছে আবার অনেক অস্ত্র কিনেছেও বটে।

#END

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন