‘মোদি যা সিদ্ধান্ত নেবেন…’, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীত্ব নিয়ে নমনীয় বার্তা শিণ্ডের

By Bangla News Dunia Dinesh

Published on:

modi and shinde

 

Bangla News Dunia, দীনেশ :- অবশেষে নমনীয় হওয়ার বার্তা দিলেন মহারাষ্ট্রে শিবসেনা শিণ্ডে গোষ্ঠীর নেতা তথা বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। মহারাষ্ট্রে মহায্যুতি জোটের বিপুল জয়ের পর থেকেই মুখ্যমন্ত্রীত্বের (Maharashtra CM) দৌড়ে দ্বিতীয় নাম হিসেবে উঠে আসছেন একনাথই। যদিও জোটের সবচেয়ে বড় শরিক হিসেবে এই পদের প্রথম দাবিদার হবেন বিজেপি থেকেই। সেক্ষেত্রে দেবেন্দ্র ফড়নবীশের নামও শোনা যাচ্ছে। কিন্তু বিহারের উদাহরণ দিয়ে কম আসন পেয়েও মুখ্যমন্ত্রীর পদ দখলে রাখতে আগ্রহী ছিল শিবসেনার শিণ্ডে শিবির। তা নিয়ে দর কষাকষিও চলছিল। কিন্তু বুধবার সব জল্পনায় জল ঢেলে দিয়েছেন খোদ একনাথ শিণ্ডে নিজেই। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নেবেন সেটাকেই মানবেন। এতে হতাশার কোনও জায়গা নেই।

আরো পড়ুন :- বিশ্ব বাণিজ্যে চিনকে টক্কর দিতে প্রস্তুত ভারত !

আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?

মহারাষ্ট্র নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর থেকেই মুখ্যমন্ত্রী পদে দেবেন্দ্র ফড়নবীশ ছিলেন স্বাভাবিক পছন্দ। কিন্তু শনিবার থেকেই এনিয়ে কোনও ঘোষণা করেনি বিজেপি। কিন্তু শিণ্ডে শিবিরের তরফে বিভিন্ন নেতা একনাথ শিণ্ডের নাম ভাসিয়ে দিচ্ছিলেন। কিছু নেতা প্রকাশ্যেই বলছিলেন, কেন মহারাষ্ট্রে বিহারের ফর্মূলা প্রয়োগ করা হবে না? এমনকি শিণ্ডে শিবিরের কিছু নেতা দাবি করতে শুরু করেন, বিজেপি নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী পদ তাদেরকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। যদিও এনিয়ে বিজেপির তরফে কোনও মন্তব্য করা হয়নি। তবে শেষ পর্যন্ত একনাথ শিণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তকে শিরোধার্য করার কথা বলায় আপাতত এই বিতর্কে যবনিকা পড়ল বলেই মনে করা হচ্ছে।

আরো পড়ুন:এবার মহাসমুদ্রে ডুব দিয়ে এলিয়েন খুঁজবে নাসা, কিভাবে? জানতে হলে পড়ুন

আরো পড়ুন :- NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বেতন ২০,০০০/- টাকা

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন