Bangla News Dunia , অমিত : ‘শোক নয় দ্রোহ চাই’। স্লোগান তুলে আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলার ঘটনার রেশ ধরে ফের মশাল হাতে পথে নামলেন চিকিৎসকেরা। সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলার শুনানি রয়েছে। তার আগে রবিবার সন্ধ্যায় মিছিলে হাঁটলেন জুনিয়র ডাক্তাররা।
মশাল, মোমবাতি, কারও হাতে বিচারের দাবি চেয়ে লেখা পোস্টার। কলকাতায় সাতটি মশাল মিছিল করলেন তাঁরা। পাশাপাশি, জেলার মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারেরাও পথে নামলেন। মালদা, বাঁকুড়ায় চলল মিছিল। আন্দোলনকারীরা জানান, সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর-কাণ্ডের শুনানি রয়েছে। সে দিকে তাকিয়ে এবং রাজ্যের সব মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিরাপত্তার দাবিতে তাঁদের এই প্রতিবাদ চলবে। জুনিয়র ডাক্তারেরা আগেই জানিয়েছিলেন, তাঁরা অবস্থান তুলে নিলেও প্রতিবাদ চালিয়ে যাবেন।
আরো পড়ুন:- ৯ বছর পর উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ! DA, HRA, বেতন সহ মাসে কত পাবেন তাঁরা?
ঢাক বাজিয়ে মেডিক্যাল কলেজ কলকাতা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মশাল মিছিল করেন জুনিয়র ডাক্তারদের একটি দল। এনআরএস মেডিক্যাল কলেজ থেকে এসপ্ল্যানেড, ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে পার্ক সার্কাসের সেভেন পয়েন্ট, সাগরদত্ত মেডিক্যাল কলেজ থেকে ডানলপ, আরজি মেডিক্যাল কলেজ থেকে শ্যামবাজার ফাইভ পয়েন্ট ক্রসিং এবং কেপিসি মেডিক্যাল কলেজ থেকে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড পর্যন্ত মশাল হাতে মিছিল কর্মসূচিতে অংশ নিলেন চিকিৎসকরা। মেডিক্যাল কলেজ এবং এনআরএসের জুনিয়র ডাক্তারদের মিছিল ধর্মতলায় পৌঁছনোর পর পথে ছড়িয়ে দেওয়া হয় মশালের আগুন। রাস্তায় আন্দোলনকারীরা লিখে দেন, ‘নির্যাতিতার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’।
এছাড়া জুনিয়র ডাক্তাররা আগেই জানিয়ে ছিলেন, কর্মবিরতি আংশিক তুলে নিলেও প্রতিবাদ চলবে। তাই দুর্গাপুজোর আগে একাধিক কর্মসূচি ঘোষণা করা হয়। সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর হাসপাতাল মামলার শুনানি আছে। তার আগের রাতেই মশাল মিছিল বেশ তাৎপর্যপূর্ণ। আগামী বুধবার ২ তারিখ মহালয়ার দিন মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। ওই মিছিলের পর ধর্মতলায় মহাসমাবেশ হবে। দুপুর ১টা থেকে এই কর্মসূচি শুরু হবে।
#End